সম্পূর্ণ নগ্ন হয়েই এই চ্যালেঞ্জ নিলেন তিনি!(দেখুন ভিডিও)

নিজেকে নিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টস করার সখ এই যুবকের। বাবার তীব্র আপত্তি থাকা সত্ত্বেও বিভিন্ন রকমের বিপজ্জনক জিনিস নিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়েই ব্যস্ত থাকেন তিনি। কিন্তু, এবার তিনি যা করলেন তা এক প্রকার জীবন নিয়ে খেলা।

Updated By: Aug 4, 2016, 09:24 PM IST
সম্পূর্ণ নগ্ন হয়েই এই চ্যালেঞ্জ নিলেন তিনি!(দেখুন ভিডিও)

ওয়েব ডেস্ক : নিজেকে নিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টস করার সখ এই যুবকের। বাবার তীব্র আপত্তি থাকা সত্ত্বেও বিভিন্ন রকমের বিপজ্জনক জিনিস নিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়েই ব্যস্ত থাকেন তিনি। কিন্তু, এবার তিনি যা করলেন তা এক প্রকার জীবন নিয়ে খেলা।

নাম চার্লস উইঅ্যান্ড। বাড়ি মিচিগান-এ। এবার তাঁর খোলার সঙ্গী ছিল একঝাঁক মৌমাছি। হঠাত্ করে শুনলে মনে হবে এ আবার এমনকী বড় কথা। তবে, তিনি যা করলেন তা বড় কথাই বটে। শুধু বড় কথাই নয়, রীতিমতো বড় বিষয় এটি।

আরও পড়ুন- বেশি সাহস ডেকে আনতে পারে এমনই ভয়াবহ পরিণতি! (দেখুন ভিডিও)

সম্পূর্ণ নগ্ন হয়ে একটি মৌমাছির চাকের সামনে দাঁড়িয়ে ছিলেন চার্লস। আর তাঁকে ঘিরে উড়ছিল ভয়ঙ্কর ওই পতঙ্গগুলো। প্রথমটায় কিছুটা ভয় পেলেও, নিজেকে শান্ত রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত নিজের চ্যালেঞ্জে জিতে যান তিনি।

এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসার পরই বর্তামানে তা ভাইরাল...  

  

.