উরিব্বাস!! এত 'হট' অপরাধী

ডাকসাইটে সুন্দরী। তেমনই ডাকসাইটে ক্রিমিনাল। রেকর্ডবুক চেক করলে চোখ ছানাবড়া হয়ে যাবে। ডাকাতি থেকে মাদক পাচার। সবেতেই সিদ্ধহস্ত।

Updated By: Aug 4, 2016, 09:27 PM IST
উরিব্বাস!! এত 'হট' অপরাধী

ওয়েব ডেস্ক : ডাকসাইটে সুন্দরী। তেমনই ডাকসাইটে ক্রিমিনাল। রেকর্ডবুক চেক করলে চোখ ছানাবড়া হয়ে যাবে। ডাকাতি থেকে মাদক পাচার। সবেতেই সিদ্ধহস্ত।

এর নাম স্টেফ্যানি বিওডুইন। ৪২ খানা ডাকাতির মামলা ঝুলছে তার নামে। তারপরেও আরও কমবেশি ৬০ খানা কেস রয়েছে। পুলিসের খাতায় তার পরিচিতিও 'সুন্দরী ডাকাত' হিসেবে। কোনও পুরুষ প্রথমবার দেখলে, অনায়াসে তার প্রেমে পড়ে যেতে পারে। ক্যানাডার এই 'হট' ডাকাতকে দেখা গেছে বিকিনি অবতারেও। বাকিটা ইতিহাস...

এর নাম অ্যাঙ্গি স্যানক্লিমেন্ট। একসময়ে কলোম্বিয়ান সুন্দরীর খেতাব জিতেছিলেন। ছিলেন অন্তর্বাস মডেলও। পরবর্তীতে মাদক পাচারে হাত পাকান। হয়ে ওঠেন মহিলা সর্বস্ব মাদকচক্রের কিংপিন। পুলিসের রেকর্ড বলে, দক্ষিণ অ্যামেরিকা থেকে ইউরোপে মাদক পাচারের জন্য অ্যাঙ্গি ভাড়া করে সুন্দরী মডেলদের। তারপর ধীরে ধীরে তাদেরকেও সে এই দলে টেনে নেয়। একবার ধরা পড়ে কয়েকমাস জেলও খাটে অ্যাঙ্গি।

.