জাতিবিদ্বেষের অভিযোগে অক্সফোর্ড ছাত্র সংসদের পদ থেকে সরতে বাধ্য হলেন রশ্মি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন রশ্মি।

Updated By: Mar 12, 2021, 05:55 PM IST
জাতিবিদ্বেষের অভিযোগে অক্সফোর্ড ছাত্র সংসদের পদ থেকে সরতে বাধ্য হলেন রশ্মি

নিজস্ব প্রতিবেদন: অপসারিত হলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি।

'জাতিবিদ্বেষ'মূলক মন্তব্য করার অভিযোগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হওয়ার কিছুদিনের মধ্যেই সরে যেতে বাধ্য করা হল কর্নাটকের তরুণী রশ্মি সমন্তকে (Rashmi Samant)

আরও পড়ুন: কমেডি অফ এররস্? বিশ্বজুড়ে বেড়েছে যমজ সন্তানের জন্ম

প্রসঙ্গত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন রশ্মি (first Indian woman president of the Oxford University Students Union)। কিন্তু তাঁর বিরুদ্ধে 'জাতিবিদ্বেষ'মূলক (anti-Semitic and racist) মন্তব্যের অভিযোগ ওঠে। নেটমাধ্যমে রশ্মির পোস্ট করা পুরনো লেখাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে এই ক্ষোভ ছড়ায়। তাঁকে সভাপতির পদ থেকে সরানোর দাবিও উঠেছিল।

গত ১১ ফেব্রুয়ারি অক্সফোর্ডের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন রশ্মি। দায়িত্ব গ্রহণ করার পরই তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের 'ক্যাম্পেন ফর রেসিয়াল অ্যাওয়ারনেস অ্যান্ড ইকুয়ালিটি'  (Oxford Students Union Campaign for Racial Awareness and Equality) এবং 'এলজিবিটিকিউ' (Oxford LGBTQ)। তাদের অভিযোগ, বেশ কিছু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করে নেটমাধ্যমে লিখেছেন রশ্মি। অতএব তাঁকে সভাপতির পদে বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন: ফিরে এল বিলুপ্ত মাছ! বিস্মিত পরিবেশবিদেরা

.