কাজাখস্তানের বিশ্ববিদ্যালয়ে ইসলাম ঐতিহ্যের কথা শোনালেন মোদী

ভারত এবং মধ্য এশিয়ার ইসলাম ঐতিহ্যের কথাই মোদীর মুখে। ইসলাম ধর্মের আদর্শের ওপরই জোর ভারতের প্রধানমন্ত্রীর। উগ্রপন্থাকে বারবার খারিজ করে দিয়েছে সেই ইসলাম ঐতিহ্য। কাজাখস্তানের আস্তানায় নাজারবায়েভ বিশ্ববিদ্যালয়ে ভাষণের সময় মোদীর মুখে শোনা গেল ইসলাম ধর্মেরই গুণপনা। জঙ্গিদমনে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে আরও মজবুত সম্পর্ক স্থাপনে আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ যে এখন গোটা বিশ্বেই একটা মস্তবড় চ্যালেঞ্জ, একথা মনে করিয়ে দিয়েছেন মোদী। তাই প্রতিরক্ষার ক্ষেত্রে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী ভারত। মোদী বলেন, দুই দেশের সম্পর্কের গভীরতা লক্ষ করা যায় দুস্থাপত্য, কলা, হস্তশিল্প, খাদ্য প্রভৃতি ক্ষেত্রে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি উত্কর্ষ কেন্দ্রেরও উদ্বোধন করেন মোদী। কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে।

Updated By: Jul 8, 2015, 10:14 AM IST
কাজাখস্তানের বিশ্ববিদ্যালয়ে ইসলাম ঐতিহ্যের কথা শোনালেন মোদী

ওয়েব ডেস্ক: ভারত এবং মধ্য এশিয়ার ইসলাম ঐতিহ্যের কথাই মোদীর মুখে। ইসলাম ধর্মের আদর্শের ওপরই জোর ভারতের প্রধানমন্ত্রীর। উগ্রপন্থাকে বারবার খারিজ করে দিয়েছে সেই ইসলাম ঐতিহ্য। কাজাখস্তানের আস্তানায় নাজারবায়েভ বিশ্ববিদ্যালয়ে ভাষণের সময় মোদীর মুখে শোনা গেল ইসলাম ধর্মেরই গুণপনা। জঙ্গিদমনে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে আরও মজবুত সম্পর্ক স্থাপনে আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ যে এখন গোটা বিশ্বেই একটা মস্তবড় চ্যালেঞ্জ, একথা মনে করিয়ে দিয়েছেন মোদী। তাই প্রতিরক্ষার ক্ষেত্রে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী ভারত। মোদী বলেন, দুই দেশের সম্পর্কের গভীরতা লক্ষ করা যায় দুস্থাপত্য, কলা, হস্তশিল্প, খাদ্য প্রভৃতি ক্ষেত্রে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি উত্কর্ষ কেন্দ্রেরও উদ্বোধন করেন মোদী। কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে।

.