কোথায় গেল আস্ত একটা বিমান? ১০ দিন পরও নেই খোঁজ

দশদিন পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও কোনও হদিশই মেলেনি মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির। তল্লাসিতে কোথাও কোনও খামতি রাখছে না মালয়েশিয়া। আর এরমধ্যেই সামনে এসেছে বিমানের কো-পাইলটের কাছ থেকে পাওয়া শেষ বার্তাটি।

Updated By: Mar 18, 2014, 11:45 AM IST

দশদিন পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও কোনও হদিশই মেলেনি মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির। তল্লাসিতে কোথাও কোনও খামতি রাখছে না মালয়েশিয়া। আর এরমধ্যেই সামনে এসেছে বিমানের কো-পাইলটের কাছ থেকে পাওয়া শেষ বার্তাটি।

আটই মার্চ রাত একটা উনিশ মিনিটে অল রাইট, গুডনাইট বলেছিলেন কো-পাইলট ফারুক আবদুল হামিদ। এর আগে শেষবার বিমানটির ট্রান্সমিশন পাওয়া গিয়েছিল আট তারিখ রাত একটা নয় মিনিটে। কোনও কারণে কি আত্মঘাতী হয়েছেন বিমানের পাইলট বা কো-পাইলট? রেডিও ট্রান্সমিশনে পাওয়া বার্তার পর সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী দল। যাত্রী ও ক্রু মিলিয়ে দুশো উনচল্লিশজনকে নিয়ে দশদিন ধরে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান MH তিনশো সত্তর।

.