'কাশ্মীরীরা প্রয়োজনে প্রাণ দিতে পারে, কাশ্মীর নয়!'

কাশ্মীরীরা প্রয়োজনে নিজেদের জন্মভূমির জন্য প্রাণ দিতে পারে, কিন্তু কোনও ভাবেই আপোস করতে রাজি নয়। গতকাল পাক অধিকৃত কাশ্মীরে 'কালা দিবস' পালনের সময় এমনটাই দাবি করলেন UKPNP নেতা সর্দার সৌকত আলি সর্দারি। অত্যন্ত কঠোর স্বরে তিনি জানিয়ে দেন, "কোনও ভাবেই তাদের জন্মভূমি নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না। তাতে প্রয়োজনে প্রাণ গেলেও না।"  

Updated By: Oct 23, 2016, 04:19 PM IST
'কাশ্মীরীরা প্রয়োজনে প্রাণ দিতে পারে, কাশ্মীর নয়!'
সর্দার সৌকত আলি সর্দারি

ওয়েব ডেস্ক : কাশ্মীরীরা প্রয়োজনে নিজেদের জন্মভূমির জন্য প্রাণ দিতে পারে, কিন্তু কোনও ভাবেই আপোস করতে রাজি নয়। গতকাল পাক অধিকৃত কাশ্মীরে 'কালা দিবস' পালনের সময় এমনটাই দাবি করলেন UKPNP নেতা সর্দার সৌকত আলি সর্দারি। অত্যন্ত কঠোর স্বরে তিনি জানিয়ে দেন, "কোনও ভাবেই তাদের জন্মভূমি নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না। তাতে প্রয়োজনে প্রাণ গেলেও না।"  

আরও পড়ুন- পাকিস্তানে মহিলা সাংবাদিককে সপাটে চড়! (দেখুন ভিডিও)

তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তুলে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা গত কয়েক বছর ধরেই নিজেদের স্বাধীন করার দাবিতে আন্দোলনে মুখোর হয়েছেন। তাদের সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে সেখানকার বাসিন্দাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে ভারত। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই সেখানকার বাসিন্দাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, গত মাসে কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে জঙ্গিহানার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে বিশেষভাবে চিড় ধরে। আর সেই সুযোগে পাক অধিকৃত কাশ্মীরেও আন্দোলন আরও জোরদার হয়েছে।

.