Kalna Debdas SmritiMela: একটি মিষ্টি ২০০০ টাকা! হাতিপোতার দেবদাসমেলায় আজও উজ্জ্বল শরৎচন্দ্রের স্মৃতি...

Kalna Debdas SmritiMela: ২০০০ টাকা থেকে শুরু করে ৫ বা ১০ টাকার মিষ্টি পাওয়া যায় এই মেলায়। মিষ্টি কিনতে মেলায় ভিড় জমান বহু মানুষ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসের স্মৃতি বিজড়িত হাতিপোতা গ্রামে শুরু হল দেবদাস স্মৃতি মেলা।

Updated By: Jan 16, 2025, 07:13 PM IST
Kalna Debdas SmritiMela: একটি মিষ্টি ২০০০ টাকা! হাতিপোতার দেবদাসমেলায় আজও উজ্জ্বল শরৎচন্দ্রের স্মৃতি...

সঞ্জয় রাজবংশী: ২০০০ টাকা থেকে শুরু করে ৫ বা ১০ টাকার মিষ্টি পাওয়া যায় এই মেলায়। মিষ্টি কিনতে মেলায় ভিড় জমান বহু মানুষ। যে-সে মেলা নয়, এই মেলার সঙ্গে জড়িত অপরাজেয় কথাশিল্পী স্বয়ং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম। 

কীভাবে?

আরও পড়ুন: 8th Pay Commission: আসছে অষ্টম পে কমিশন! বিপুল বেতন হবে সরকারি কর্মচারীদের, পেনশনেও অকল্পনীয় বৃদ্ধি...

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবদাস' উপন্যাসের স্মৃতি বিজড়িত হাতিপোতা গ্রামে বসে এই মেলা। এবারেও শুরু হল এই মেলা। এ মেলার নামও কথাশিল্পীর ওই বিখ্যাত উপন্যাস 'দেবদাসে'র নামেই-- 'দেবদাস স্মৃতি মেলা'। এদিনই এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী মনামি ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল।

এই মেলাকে অনায়াসে মিষ্টির মেলা বলাই চলে। ছোট আকার থেকে পেল্লায় আকারের সব মিষ্টি নিয়ে যে যার দোকান বসিয়েছেন ময়রারা। অন্য সব দোকানপত্র থাকলেও বহু রকমের মিষ্টির দোকান বসে দেবদাস মেলায়। 

এবছর এই মেলা ২৫তম বর্ষে পদার্পণ করল। আগামী পাঁচ দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলবে এই মেলা। গত কয়েক বছর ধরে মেলার প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বড় সাইজের মিষ্টি! এবছর পাঁচ টাকা থেকে শুরু করে সর্বাধিক দুহাজার টাকা মূল্য পর্যন্ত মিষ্টি থাকছে মেলায়।

আরও পড়ুন: Puri Jagannath Temple: ভালোবাসার মানুষটিকে নিয়ে জগন্নাথ দর্শন করেছেন? খুব সাবধান! ব্যক্তিগত জীবনে নেমে আসতে পারে অভিশাপ...

এই হরেক মিষ্টির টানেই বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মেলায়। এমন সব মিষ্টি দেখাটাও একটা আনন্দ তাঁদের কাছে। মিষ্টি বিক্রেতারা জানিয়েছেন, শুধু দেখা নয়, মেলায় মিষ্টি বিক্রিও হয় বিপুল। এবারেও সব মিলিয়ে জমজমাট এই মেলা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.