Dance Bangla Dance Fame Dancer Death: মানসিক অত্যাচারের শিকার! উদ্ধার 'ডান্স বাংলা ডান্স' খ্যাত নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ...

Dancer Suicide Case: গাইঘাটা থানার চাঁদপাড়া বিডিও অফিস এলাকায় এদিন যেন হঠাৎই নামল শোকের ছায়া। ২০১৬ সালে ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করেন তিনি। পৌঁছেছিলেন গ্র্যান্ড ফিনালেতেও। শো করছিলেন চুটিয়ে, তবে আচমকাই ছন্দপতন। 

Updated By: Jan 15, 2025, 09:06 PM IST
Dance Bangla Dance Fame Dancer Death: মানসিক অত্যাচারের শিকার! উদ্ধার 'ডান্স বাংলা ডান্স' খ্যাত নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ...

মনোজ মন্ডল: গাইঘাটায় ঘর থেকে নাবালিকা নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ডান্স বাংলা ডান্সে অংশগ্রহণ করেছিলেন তিনি। জনপ্রিয়তাও পেয়েছিলেন। তারপর কী কারণে আত্মহত্যা করলেন তিনি? পরিবারের দাবি, স্থানীয় কিছু যুবক লাগাতার উত্যক্ত করত তাঁকে। সেই  মানসিক অত্যাচারের কারণেই  আত্মহত্যা করেন। 

আরও পড়ুন- Bangladesh: ২ বারের বেশি প্রধানমন্ত্রীত্ব নয়, বদলের বাংলাদেশে নির্বাচন ব্যবস্থায় বড়সড় রদবদল...

গাইঘাটা থানার চাঁদপাড়া বিডিও অফিস এলাকায় এদিন যেন হঠাৎই নামল শোকের ছায়া। স্থানীয় মানুষজন ও পরিবারের অভিযোগ বেশ কিছুদিন ধরেই স্থানীয় কয়েকজন যুবক বুলটন, বিট্টু, সুমন্ত সহ আরো বেশ কয়েকজন মানসিকভাবে চাপ সৃষ্টি করছিল ডান্স বাংলা ডান্স খ্যাত নাবালিকা নৃত্যশিল্পীর উপর। 

নৃত্যশিল্পীর বাবা-মায়ের দাবি, বয়সে তারা বড় হলেও নানাভাবে ভয় দেখিয়ে তাঁদের সঙ্গে মিশতে বাধ্য করা হত ওই নাবালিকাকে। ক্যাফে সহ নানা জায়গায় তাদের এক সঙ্গেই দেখা যেত। এদিন ওই যুবকদের মধ্যেই একজন মৃতার বাবাকে ফোন করে জানায় মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। তড়িঘড়ি বাড়িতে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখেন বাবা। 

আরও পড়ুন- Basanti Chatterjee | Bhaswar Chatterjee: শয্যাশায়ী বাসন্তীদেবী, পাশে নেই পরিবার! মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন ভাস্বরের...

মুহূর্তেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে শোকের ছায়া। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পরিবারের তরফে থানাতে অভিযোগ দায়ের করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিস। ২০১৬ সালে ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করেন তিনি। পৌঁছেছিলেন গ্র্যান্ড ফিনালেতেও। জনপ্রিয়তার দৌলতে একাধিক শোও করছিলেন। তাহলে ঠিক কী কারণে আত্মহত্যা করলেন? প্রশ্ন উঠছে। 

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.