Zee Real Heroes Awards 2024 | Devendra Fadnavis: 'আমিই নরেন্দ্র মোদীর আসল উত্তরাধিকারী এবং আমিই...' 'জি রিয়েল হিরোজ অ্যাওয়ার্ডস'-মঞ্চে ফড়নবিশ বললেন...

Devendra Fadnavis: দেবেন্দ্র ফড়নবিশকে বলা হয়, তাঁর নাম নরেন্দ্র মোদীর সুযোগ্য উত্তরসূরি যোগী আদিত্যনাথ ও হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একযোগে উচ্চারিত হচ্ছে! প্রতিক্রিয়ায় ফড়নবিশ আশ্চর্য উত্তর দেন! কী বললেন তিনি?

Updated By: Jan 15, 2025, 07:04 PM IST
Zee Real Heroes Awards 2024 | Devendra Fadnavis: 'আমিই নরেন্দ্র মোদীর আসল উত্তরাধিকারী এবং আমিই...' 'জি রিয়েল হিরোজ অ্যাওয়ার্ডস'-মঞ্চে ফড়নবিশ বললেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেবেন্দ্র ফড়নবিশ কে? তা নিশ্চয়ই আর নতুন করে বলে দিতে হবে না। সাম্প্রতিক ভারতীয় রাজনীতিতে তিনি উজ্জ্বল নাম। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদের মধ্যে খুব কম যে ক'জন মুখ্যমন্ত্রিত্বের পুরো টার্ম শেষ করতে পেরেছেন, তাঁদের একজন দেবেন্দ্র ফড়নবিশ। স্বয়ং মোদীজির কাছ থেকে তিনি একাধিকবার প্রশংসাবাক্য আদায় করে নিয়েছেন।

আরও পড়ুন: Zee Real Heroes Awards 2024 | Kumar Sanu: 'জীবনকৃতি' সম্মানে সম্মানিত হলেন গায়ক কুমার শানু...

মুম্বইয়ে অনুষ্ঠিত 'জি রিয়েল হিরোজ অ্যাওয়ার্ডস ২০২৪' ( Zee Real Heroes Award 2024)-য়ে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন এহেন দেবেন্দ্র ফড়নবিশ। সেখানে নানা বিষয়ে নানা চিত্তাকর্ষক কথাবার্তা বলেছেন তিনি। তাঁকে কি আগামী দিনে মোদীর উত্তরসূরি মনে করা হচ্ছে? দিয়েছেন এই প্রশ্নের উত্তরও।

তাঁকে বলা হয়, তাঁর নাম নরেন্দ্র মোদীর সুযোগ্য উত্তরাধিকারী যোগী আদিত্যনাথ ও হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একযোগে উচ্চারিত হচ্ছে। সেই প্রসঙ্গে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, 'আমি যে শুধু মোদীজির প্রকৃত উত্তরাধিকারী তাই-ই নয়, যে আদর্শের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করেন আমি সেই আদর্শেরও উত্তরাধিকারী এবং আগামী দিনেও তাই-ই থাকব! সেই আদর্শের জন্য আমি আগামীদিনেও কাজ করে যাব।'

ফড়নবিশকে প্রশ্ন করা হয়, কেন্দ্রে যদি তাঁকে দায়িত্ব দেওয়া কী করবেন? ফড়নবিশ বলেন, 'আমি সবেমাত্র মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছি। আগে এখানে আমাকে ৫ বছর থাকতে দিন। এখনই কেন আপানারা আমাকে দিল্লিতে পাঠাতে চাইছেন?'

তাঁকে 'বাঁটেঙ্গে তো কাটেঙ্গে' এবং 'এক হ্যায় তো সেফ হ্যায়' স্লোগান নিয়ে কথা বলতে বলা হলে ফড়নবিশ বলেন, 'স্লোগানের অর্থ নির্ভর করে, কে কীরকম ভাবে এর অর্থ বুঝছে, তার উপর। আসলে মানুষকে একসঙ্গে থাকার ডাক এটা।'

আরও পড়ুন: Zee Real Heroes Awards 2024: 'ইমপ্যাক্ট পার্সোনালিটি অফ দ্য ইয়ার' সম্মানে সম্মানিত অজয় দেবগন...

ফড়নবিশ বলেন, 'লাডলি ব্যহেন যোজনা' সাড়া ফেলে দিতে পেরেছিল। তিনি মনে করান, শিবসেনা কংগ্রেসের সঙ্গে জোট করার পরে তাঁকে অনেক ব্যঙ্গবিদ্রুপ করা হয়। তিনি জানান, মানুষ অবশ্য তাঁদের পছন্দ বুঝিয়ে দিয়েছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.