আবার বিচারব্যবস্থার বিরুদ্ধে মন্তব্য গিলানির

পিপিপির কোনও প্রধানমন্ত্রীই প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরু করার জন্য সুইস কর্তৃপক্ষকে চিঠি দেবেন না। দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর এই প্রথম সরাসরি সংঘাতে গিয়ে এমন মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

Updated By: Apr 30, 2012, 11:49 AM IST

পিপিপির কোনও প্রধানমন্ত্রীই প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরু করার জন্য সুইস কর্তৃপক্ষকে চিঠি দেবেন না। দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর এই প্রথম সরাসরি সংঘাতে গিয়ে এমন মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরু না-করার কারণে আদালত অবমাননার দায়ে সদ্য দোষী সাব্যস্ত হয়েছেন পাক প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী পদে তাঁর থাকা উচিত কি না, তা নিয়ে বিতর্ক এখনও থামেনি। তারমধ্যেই গিলানির এই মন্তব্য। এই মন্তব্যে বিচারব্যবস্থার সঙ্গে সরাসরি সংঘাতের বিষয়টি যেমন স্পষ্ট করেছেন গিলানি। তেমনই সম্ভবত বোঝাতে চেয়েছেন যতদিন পিপিপি ক্ষমতায় আছে, ততদিন যে ব্যক্তিই প্রধানমন্ত্রী পদে আসীন হোন, প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলা ইস্যুতে দেশের ক্ষমতাসীন দলের অবস্থান একই থাকবে।

.