বিএনপির ডাকা বন্ধে উত্তাল ঢাকা
রবিবার বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকদের ডাকে দু`দিনের বন্ধের প্রথম দিনেই রাজধানী ঢাকায় ব্যাপক গণ্ডগোলের খবর পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনা সহ সারা দেশ জুড়েই বন্ধ সমর্থক ও প্রশাসনের সংঘর্ষ হয়। নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতেগত সপ্তাহে তিনদিনের বন্ধের পর রবিবার থেকে ফের দ্বিতীয় দফায় এই বন্ধ পালন করছে বিরোধীরা।
রবিবার বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকদের ডাকে দু`দিনের বন্ধের প্রথম দিনেই রাজধানী ঢাকায় ব্যাপক গণ্ডগোলের খবর পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনা সহ সারা দেশ জুড়েই বন্ধ সমর্থক ও প্রশাসনের সংঘর্ষ হয়। নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতেগত সপ্তাহে তিনদিনের বন্ধের পর রবিবার থেকে ফের দ্বিতীয় দফায় এই বন্ধ পালন করছে বিরোধীরা।
বন্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে সচিবালয়ের কাছেই বোমা ফাটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দোরগোড়ায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিস পৌঁছিয়েছে।
এর আগে, শনিবার রাতেই ঢাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানোর খবর পাওয়া যায়। বন্ধের দিন সকালে পল্টনে বিরোধী বিএনপির অফিসের কাছে বোমাবাজির ঘটনা ঘটেছে। এছাড়াও দিনভর রাজধানীর বিভিন্ন অঞ্চলে ছোট-বড় বোমাবাজি চলেছে। সূত্রে খবর, সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ২৫টি বোমাবাজির ঘটনা ঘটেছে।
বন্ধ সমর্থকদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সশস্ত্র কর্মীদেরও নিয়ে বন্ধের বিরুদ্ধে মিছিল করতে দেখা গেছে। পরিস্থিতির মোকাবিলায় বিশাল পুলিস বাহিনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নেয়। এখনও পুলিশ ও র্যাবের ছোট ছোট দল শহরের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে বলে খবর।
রাজধানীতে বন্ধের ভাল প্রভাব পড়েছে। সকাল থেকেই ঢাকা শহরে যান চলাচল কম ছিল। কিছু বাস এবং হাতেগোনা কিছু সিএনজি চালিত অটো রিক্সা চলাচল করতে দেখা গেলও গাড়ি চলতে বিশেষ দেখা যায়নি। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। তবে রাজধানী অশান্ত থাকলেও বাইরে বড় ধরনের কোনও সংঘাতের খবর পাওয়া যায়নি।
দলের নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে গত সপ্তাহে প্রথম দফার তিনদিনের বন্ধের পর বিএনপির বেঁধে দেওয়া চারদিনের চরমসীমার শেষে দ্বিতীয় দফার বন্ধ ডাকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের জোট। শনিবার এক সাংবাদিক বৈঠকে দ্বিতীয় দফার বন্ধের কথা ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের সাংগঠনিক সম্পাদক ও প্রাক্তন সাংসদ ইলিয়াস আলী গত ১৭ই এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ। বিএনপির অভিযোগ, সরকারি মদতেই ইলিয়াস আলীকে অপহরণ করা হয়েছে।
সরকার অবশ্য এই অভিযোগ অস্বিকার করে জানিয়েছে ইলিয়াস আলীর সন্ধানে নিরাপত্তা বাহিনী তৎপর।