ম্যাজিক রিয়্যালিজমের ইতি, চলে গেলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়েজ

ম্যাজিক রিয়্যালিটির শেষ। সাতাশি বছর বয়সে জীবনাবসান হল লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়েজের। মেক্সিকো সিটিতে নিজের বাড়িতেই মৃত্যু হল এই লেখকের। বেশ কিছুদিন ধরে নিমোনিয়ায় ভুগছিলেন তিনি।

Updated By: Apr 18, 2014, 07:28 PM IST

ম্যাজিক রিয়্যালিজমের শেষ। ৮৭ বছর বয়সে জীবনাবসান হল লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়েজের। মেক্সিকো সিটিতে নিজের বাড়িতেই মৃত্যু হল এই লেখকের। বেশ কিছুদিন ধরে নিমোনিয়ায় ভুগছিলেন তিনি।

১৯২৭ সালে কলম্বিয়ায় জন্ম। জীবন শুরু করেছিলেন সাংবাদিক হিসেবে, পরে লেখক হিসেবে আত্মপ্রকাশ। তাঁর উপন্যাস ওয়ান হানড্রেড ইয়ারস অফ সলিটিউট বদলে দিয়েছিল বিশ্ব সাহিত্যের চালচিত্র। এক পরিবারের সাত প্রজন্মের আশ্চর্য কাহিনীর হাত ধরেই ম্যাজিক রিয়্যালিটির আশ্চর্য দুনিয়া খুলে গেল বিশ্বের সাহিত্য প্রেমীদের জন্য। উনিশশো বিরাশিতে নোবেল পুরস্কার পান মার্কোয়েজ। নো ওয়ান রাইটস টু কর্নেল, ক্রনিকেল অফ আ ডেথ ফোরটোল্ড মার্কোয়েজের প্রতিটি উপন্যাসই সমান জনপ্রিয়। স্বপ্ন, বাস্তব, লাতিন আমেরিকার লোককথা মিলেমিশে এক হয়ে গিয়েছিল তাঁর কলমে।

.