এভারেস্টে ধ্বস নেমে প্রাণ হারালেন ১১ জন নেপালি শেরপা
এভারেস্ট অভিযানের পথ পরিস্কার করতে গিয়ে ধ্বস নেমে প্রাণ হারালেন অন্তত ছয় নেপালি শেরপা। ক্লাইম্বিং সিশন শুরু হওয়ার আগে তাঁরা এভারেস্টের পথে কাজ করছিলেন।
এভারেস্ট অভিযানের পথ পরিস্কার করতে গিয়ে ধ্বস নেমে প্রাণ হারালেন অন্তত ছয় নেপালি শেরপা। ক্লাইম্বিং সিশন শুরু হওয়ার আগে তাঁরা এভারেস্টের পথে কাজ করছিলেন।
এখনও পর্যন্ত চারজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও দুটি দেহ উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। দেহ দুটি বরফের অনেক নীচে চাপা পড়ে আছে বলে উদ্ধারকার্যে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।
এভারেস্ট যাওয়ার পথে ``পপকর্ন ফিল্ড`` অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে। সকাল ৬টা ৪৫ নাগাদ ৫,৮০০ মিটার উঁচু এই অংশে হঠাৎ ধ্বস নামে।
আরও বেশ কয়েক জন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। কিন্তু তাঁদের সংখ্যা এখনও জানা যায়নি।
নেপালের পর্যটন দফতর সূত্রে জানা গেছে এই মাসের শেষে এভারেস্ট অভিযান শুরু হওয়ার আগে যন্ত্রপাতি ও ব্যাগ নিয়ে এভারেস্টের দিকে উঠছিলেন ১৪ জন নেপালি ক্লাইম্বার্স। পথে তাঁরা এই দুর্ঘটনার সম্মুখীন হন।