রাস্তায় ছড়িয়ে পড়ল কোটি কোটি টাকা, কুড়োতে হুমড়ি খেয়ে পড়লেন পথচারীরা
ওয়েব ডেস্ক: ক্রিসমাস ইভে হংকংয়ের এক ব্যস্ত রাস্তা। হঠাত্ই কিছুক্ষণের জন্য সবাই কেমন হ্যাংলা হয়ে গেল। মধ্য হংকংয়ের গ্লোসেসটার রোডে এক ব্যাঙ্কের গাড়ির পিছন থেকে পড়ে গেল টাকার বাক্স। বাক্স মাটিতে পড়তেই ধাক্কায় খুলে গেল, এরপর টাকা (হংকং ডলার) উড়তে থাকল হাওয়ায়, তারপর পড়ে থাকল মাটিতে। ব্যস, তারপরেই দেখে কে! সবাই গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা কোটি কোটি টাকা কুড়োতে শুরু করলেন।
অনেক বারন করলেন ব্যাঙ্কের সেই গাড়ির ড্রাইভার। কিন্তু কে শোনে কার কথা। সবাই একেবারে ব্যাগ ভর্তি করে টাকা কুড়োতে থাকলেন। এরপর এল পুলিস, একেবারে শটগান হাতে, হেলমেট পড়ে। পুলিসের হুঙ্কার শুনে সবাই আবার ভদ্র হয়ে ঢুকে পড়লেন গাড়িতে। কিন্তু ততক্ষণে লোপাট হয়ে গিয়েছে ১০ লক্ষ ২৫ হাজার হংকং ডলার। পুলিসের দেওয়া হিসাব অনুযায়ী রাস্তায় পড়েছিল প্রায় দেড় কোটি ২৩ লক্ষ হংকং ডলার। পুলিস ঘোষণা করেছে যারা রাস্তায় পড়ে থাকা এই টাকা চুরি করেছেন, তারা যেন ফেরত দিয়ে দেন। তা না হলে চুরির দায়ে তাদের গ্রেফতার করা হবে। পুলিসের কাছে আছে সেই জায়গায় সিসিটিভি ফুটেজ।
কিন্তু কী করে ঘটল এমন বিপত্তি? জানা গেল ব্যাঙ্কের একটি শাখা থেকে হেড অফিসে টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়িটি রওনা দিয়েছিল। কিন্তু ড্রাইভার পিছনের দরজা বন্ধ করতে ভুলে যান। কিছুটা দূরে যাওয়ার পরেই পিছনের দরজা খুলে পড়ে যায় টাকার বাঙ্কারগুলি।