ডেল ফার্মে উচ্ছেদ ঘিরে উত্তেজনা
বেআইনি বসতি উচ্ছেদকে কেন্দ্র করে জনতা-পুলিস সংঘর্ষে উত্তপ্ত ব্রিটেনের এসেক্স। বুধবার সকালে রায়ট পুলিস এসেক্সের ডেল ফার্মে ঢুকে পরে। পুলিস প্রথমে ডেল ফার্মের বাসিন্দাদের সরে যেতে বললেও তারা বাধা দিলে উত্তেজনা ছড়ায়।
বেআইনি বসতি উচ্ছেদকে কেন্দ্র করে জনতা-পুলিস সংঘর্ষে উত্তপ্ত ব্রিটেনের এসেক্স। বুধবার সকালে রায়ট পুলিস এসেক্সের ডেল ফার্মে ঢুকে পরে। পুলিস প্রথমে ডেল
ফার্মের বাসিন্দাদের সরে যেতে বললেও তারা বাধা দিলে উত্তেজনা ছড়ায়। পুলিসকে লক্ষ থেকে পাথর ছোঁড়েন ডেল ফার্মের বাসিন্দারা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে
দুজনকে ইলেকট্রিক শক দেওয়া হয়। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটেনের আইরিশ ট্যাভেলার্স সম্প্রদায়ের সবচেয়ে বড় বসতি ডেল ফার্ম। দুহাজার
একে প্রথম এসেক্সের গ্রিন বেল্ট এলাকায় বসতি তৈরি করেন যাযাবর ট্যাভেলার্সরা। তারপর থেকে বহু ট্যাভেলার্সই এখানে বসবাস শুরু করেন। কিন্তু দীর্ঘদিন ধরেই সিটি
কাউন্সিলের সঙ্গে এ ব্যাপারে মামলা চলছিল ডেল ফার্মের বাসিন্দাদের। সম্প্রতি আদালত বেআইনি বসতি উচ্ছেদের পক্ষে রায় দেয়। তারপরই বুধবার সকালে ডেল ফার্ম
উচ্ছেদের কাজ শুরু করে পুলিস।