বিগবাজেটের ব্রাজিল বিশ্বকাপ

ব্রাজিলে হতে চলেছে সবচেয়ে ব্যয় বহুল বিশ্বকাপ । শুধু ফুটবলপ্রেমীদের জন্যেই নয়। অংশগ্রহণকারী দলগুলির বাজেট দেখলেও রীতিমতো চক্ষু চড়কগাছ। এবার সবচেয়ে বিগবাজেটের দল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

Updated By: Apr 19, 2014, 11:40 AM IST

ব্রাজিলে হতে চলেছে সবচেয়ে ব্যয় বহুল বিশ্বকাপ । শুধু ফুটবলপ্রেমীদের জন্যেই নয়। অংশগ্রহণকারী দলগুলির বাজেট দেখলেও রীতিমতো চক্ষু চড়কগাছ। এবার সবচেয়ে বিগবাজেটের দল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

ব্রাজিলের বিশ্বকাপ হতে চলেছে সবচেয়ে ব্যয়সাপেক্ষ বিশ্বকাপ। ব্রাজিলে বিশ্বকাপ ম্যাচ দেখতে যাওয়ার আগে সেই খরচ দেখে মাথায় হাত বিশ্বফুটবলপ্রেমীদের। শুধু সাম্বা দেশে ফুটবলপ্রেমীদের এপ্রান্ত থেকে ওপ্রান্ত যাওয়াটাই শুধুমাত্র ব্যয়সাপেক্ষ নয়,যে দলগুলি অংশগ্রহণ করছে,তাঁদেরও বাজেট দেখলে চোখ কপালে উঠতে হয়! সবচেয়ে বিগবাজেটের দল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। বিগ বাজেটের দলের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

একনজরে দেখে নেব বিশ্বকাপে কোন দলের কত বাজেটঃ-

দেশ বাজেট

স্পেন ৪৮৬.৯ মিলিয়ন ইউরো

আর্জেন্টিনা ৪৭৪.১ মিলিয়ন ইউরো

ব্রাজিল ৪৭০.২ মিলিয়ন ইউরো

জার্মানি ৪৪৫.৬ মিলিয়ন ইউরো

ফ্রান্স ৩৯৮.৬ মিলিয়ন ইউরো

ইংল্যান্ড ৩৫৪.২ মিলিয়ন ইউরো

বেলজিয়াম ৩৩৬.১ মিলিয়ন ইউরো

ইতালি ৩২২.৪ মিলিয়ন ইউরো

বিশ্বকাপে ফেভারিট এই আটটি দলের বাজেট দেখে চোখ কার্যত কপালে উঠতে হয়। বাজেটে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এগিয়ে থাকলেও,ব্রাজিল থেকে কি তাঁরা মাঠের লড়াইয়ে ফের সেরা হয়ে জিততে পারবে বিশ্বকাপ?

.