'নিখোঁজ' আলজেরিয়ান বিমান দুর্ঘটনার শিকার, মৃত ১১৬

মালি: নিখোঁজ বিমানের হদিশ মিলল।

Updated By: Jul 24, 2014, 09:11 PM IST

মালি: নিখোঁজ বিমানের হদিশ মিলল। ফের বিমান দুর্ঘটনা। আফ্রিকায় উত্তর মালির কাছে টিলেমসি এলাকায় ভেঙে পড়ল আলজিরিয়ার বিমান। বিমানের ১১০জন যাত্রী এবং ৬ বিমানকর্মীরই মৃত্যু হয়েছে। জানিয়েছে আলজিরিয়ার সংবাদমাধ্যম। এয়ার বাস 320টি উড়ানটি বুরকিনা ফাসো থেকে আলজিরিয়ার রাজধানী আলজিয়ার্সে যাচ্ছিল।

বিমানবন্দর থেকে ছাড়ার এক ঘণ্টা পর এটিসির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওই বিমানের। জানা গিয়েছে, আলজিরিয়া সীমান্তের কিছু আগে প্রবল বালিঝড়ের কারণে দৃশ্যমানতা কমে যায়। কম দৃশ্যমানতায় অন্য বিমানের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা থাকায় বিমানচালকে অন্য পথে ঘুরে যেতে বলা হয়। এর কিছুক্ষণ পরে ভেঙে পড়ে বিমানটি।

১৩৫ জন যাত্রী বহন করতে সক্ষম বিমানটি পর্তুগালের একটি ফার্মে তৈরি। সংবাদ সূত্রে খবর নিঁখোজ হওয়া বিমানটিতে ১১০জন যাত্রী ছিলেন।  

আলজেরিয়ার জাতীয় সংবাদ এজেন্সি APS বিমানটির নিরুদ্দেশ হওয়ার ঘটনা মেনে নিয়েছিল। বিমানটির আলজেরিয়ার রাজধানী আলজিয়েরস-এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এয়ার আলজেরিয়া, আলজেরিয়ার সরকারি বিমান সংস্থা। সপ্তাহে চার দিন এই সংস্থার বিমান  চার ঘণ্টার প্যাসেঞ্জার রুটে উড়ান দেয়।

.