আফ্রিকার বন্দরে নিখোঁজ কলকাতার ক্যাপ্টেন
মধ্য আফ্রিকার পোর্ট জেন্টেলের কাছ থেকে নিঁখোজ হয়ে গেলেন কলকাতার বাসিন্দা ক্যাপ্টেন শিশির ওয়াহি। এমভি কটন নামে তুরস্কের ওই মালবাহী জাহাজটিকে সম্ভবত ছিনতাই করেছে জলদস্যুরা। আলিপুরের বাসিন্দা ক্যাপ্টেন ওয়াহি ছাড়াও এই রাজ্যে কমপক্ষে আরও পাঁচজন ছিলেন ওই জাহাজে। আলিপুরে বৃদ্ধা মা, স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকেন ক্যাপ্টেন ওয়াহি। তাঁর ছেলে সিদ্ধার্থ কর্মসূত্রে লন্ডনে থাকেন।
মধ্য আফ্রিকার পোর্ট জেন্টেলের কাছ থেকে নিঁখোজ হয়ে গেলেন কলকাতার বাসিন্দা ক্যাপ্টেন শিশির ওয়াহি। এমভি কটন নামে তুরস্কের ওই মালবাহী জাহাজটিকে সম্ভবত ছিনতাই করেছে জলদস্যুরা। আলিপুরের বাসিন্দা ক্যাপ্টেন ওয়াহি ছাড়াও এই রাজ্যে কমপক্ষে আরও পাঁচজন ছিলেন ওই জাহাজে। আলিপুরে বৃদ্ধা মা, স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকেন ক্যাপ্টেন ওয়াহি। তাঁর ছেলে সিদ্ধার্থ কর্মসূত্রে লন্ডনে থাকেন।
সিদ্ধার্থ তুরস্কে জাহাজের মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। পাঁচই জুলাই সফরে বেড়িয়ে ছিলেন আলিপুরের এই বাসিন্দা। এই জাহাজে চব্বিশ জন ভারতীয় ছিলেন।