ট্রাইবুনালের রায়ে আজও অশান্ত বাংলাদেশ

যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের রায়ের প্রতিবাদে জামাতের তাণ্ডবের জেরে মঙ্গলবারও দিনভর অশান্ত ছিল বাংলাদেশ। এদিন সাতক্ষীরায় জামাত-পুলিস সংঘর্ষে দুজন জামাত সমর্থকের মৃত্যু হয়। গাজীপুরে জামাত সমর্থকেরা বাসে তাণ্ডব চালানোর সময় বাসচাপা পড়ে মৃত্যু হয় এক শিশুর।

Updated By: Jul 16, 2013, 09:09 PM IST

যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের রায়ের প্রতিবাদে জামাতের তাণ্ডবের জেরে মঙ্গলবারও দিনভর অশান্ত ছিল বাংলাদেশ। এদিন সাতক্ষীরায় জামাত-পুলিস সংঘর্ষে দুজন জামাত সমর্থকের মৃত্যু হয়। গাজীপুরে জামাত সমর্থকেরা বাসে তাণ্ডব চালানোর সময় বাসচাপা পড়ে মৃত্যু হয় এক শিশুর।
দিনাজপুরে জামাত শিবিরের হামলার জেরে মৃতু্য হয়েছে এক ট্রাকচালকের। চট্টগ্রামে জামাত সমর্থকদের বোমায় আহত হয়েছেন টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ইসমাইল হোসেন পলাশ। দেশজোড়া এই অশান্তির মধ্যেই আগামিকাল জামাতের সেক্রেটারি জেনারেল আলি আহসান মুজাহিদের বিরুদ্ধে রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। আগামিকালও দেশজুড়ে হরতালের ডাক দিয়েছে জামাত শিবির।

.