Elon Musk: দেউলিয়া হওয়ার পথে ট্যুইটার, মাস্কের কাঁধে ভিক্ষের ঝুলি

একটি ট্যুইট বার্তায়, মাস্ক বলেছেন যে গত তিন মাস সময় খারাপ ছিল কারণ তাকে 'টেসলা এবং স্পেসএক্সের প্রয়োজনীয় দায়িত্ব পালনের সময় ট্যুইটারকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে হয়েছিল'। বিলিয়নেয়ার আরও যোগ করেছেন যে ট্যুইটারকে এখনও দীর্ঘ পথ যেতে হবে এবং তিনি কিছু 'জনসমর্থনের' প্রত্যাশা করছেন।

Updated By: Feb 6, 2023, 03:29 PM IST
Elon Musk: দেউলিয়া হওয়ার পথে ট্যুইটার, মাস্কের কাঁধে ভিক্ষের ঝুলি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্যুইটারের নতুন মালিক এলন মাস্ক স্বীকার করেছেন যে মাইক্রো-ব্লগিং সাইটটিকে 'দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে হবে' এবং এর জন্য অনেক কঠোর পরিশ্রমের প্রয়োজন ছিল। এলন মাস্কের অধিগ্রহণের পর থেকে, কোম্পানিটি কিছু আমূল পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে এবং এখন আর আগের মতো নেই। উদাহরণ হিসেবে, ট্যুইটারের কর্মশক্তি ৭,০০০ থেকে কমিয়ে প্রায় ২,৩০০ জন করা হয়েছে। মাস্ক কোম্পানিতে বেশ কয়েকটি নীতির পরিবর্তনও করেছিলেন এবং কর্মীদের দেওয়া সুবিধাগুলির পরিবর্তন করেছিলেন।

এলন মাস্ক টুইটারকে বাঁচাতে জনসাধারণের সমর্থন চেয়েছেন

একটি ট্যুইট বার্তায়, মাস্ক বলেছেন যে গত তিন মাস সময় খারাপ ছিল কারণ তাকে 'টেসলা এবং স্পেসএক্সের প্রয়োজনীয় দায়িত্ব পালনের সময় ট্যুইটারকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে হয়েছিল'। বিলিয়নেয়ার আরও যোগ করেছেন যে ট্যুইটারকে এখনও দীর্ঘ পথ যেতে হবে এবং তিনি কিছু 'জনসমর্থনের' প্রত্যাশা করছেন।

 

আরও পড়ুন: Philips Layoffs: এবার কর্মী ছাঁটাই Philips-এ, চাকরি হারাতে চলেছেন ৬ হাজার কর্মী

তিনি লিখেছেন, ‘গত ৩ মাস অত্যন্ত কঠিন ছিল, যেমন টেসলা এবং স্পেসএক্সের প্রয়োজনীয় দায়িত্ব পালন করার সময় ট্যুইটারকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে হয়েছিল। এই যন্ত্রণা কারোর জন্য চাই না। ট্যুইটারে এখনও চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমরা এই পথে চললে এখন ব্রেকইভেন করার প্রবণতা চলছে। জনগনের সমর্থন আশা করা হচ্ছে!’

আরও পড়ুন: Google Layoff: ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলা, মাতৃত্বকালীন ছুটির আগেই বরখাস্ত করল গুগল

অন্য একটি ট্যুইটে, মাস্ক যোগ করেছেন যে যদিও তারা ছোটখাটো সমস্যাগুলি সংশোধন করেছে, এখনও 'মৌলিক' কিছু উন্মোচিত হয়নি। তিনি লিখেছেন, ‘আমরা কিছু ছোট সমস্যা খুঁজে পেয়েছি এবং সংশোধন করেছি, কিন্তু মৌলিক কিছু আছে যা আমরা এখনও উন্মোচিত করিনি। এই সপ্তাহে ট্যুইটারের জন্য শীর্ষ অগ্রাধিকার’।

সোশ্যাল মিডিয়া জায়ান্টের ৪৪ বিলিয়ন ডলারের বিক্রির পর থেকে, ট্যুইটারের আয় কমার জন্য মাস্ককে প্রায়ই দ্যি করা হয়েছে এবং এর জন্য অ্যাক্টিভিস্ট গ্রুপগুলিকে বিজ্ঞাপনদাতাদের উপর তৈরি 'চাপ'-কে দায়ী করা হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.