চিপের সাহায্যে মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটার জুড়ে ফেললেন বিজ্ঞানীরা!
আগামী সপ্তাহেই এর টিজারও প্রকাশ করা হবে বলে জানালেন বিজ্ঞানীরা...
নিজস্ব প্রতিবেদন: এক দিকে মানব মস্তিষ্ক। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের নিদর্শন। অন্য দিকে আধুনিক প্রযুক্তি। এই মস্তিষ্ক ও কম্পিউটারের সংযোগ হলেই তৈরি করা সম্ভব শক্তিশালী কম্পিউটার। এমনটাই দাবি মার্কিন বিজ্ঞানীদের। আগামী সপ্তাহেই এর টিজারও প্রকাশ করা হবে বলে জানালেন তাঁরা।
মার্কিন শিল্পপতি এলন মাস্ক-এর স্টার্ট-আপ সংস্থা নিউরালিঙ্ক। এই সংস্থার গবেষণার মূল লক্ষ্য, মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সরাসরি যোগাযোগ স্থাপন। সংস্থার দাবি, এর মধ্য়েই এই ধরনের সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে তারা। দুই বছর ধরে লাগাতার গবেষণার পর জুড়ে ফেলা সম্ভব হয়েছে ডিজিটাল বুদ্ধি এবং জৈবিক বুদ্ধি। সংস্থার কর্ণধার জানান, মানুষের মস্তিষ্কের চিন্তাভাবনা যাতে দ্রুততার সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে আউটপুট প্রকাশ করতে পারে, তারই চেষ্টা করা হচ্ছে।
রোবোকপ-এর মতো কল্পবিজ্ঞানের সিনেমায় মানব মস্তিষ্ক ও যন্ত্রের সংযোগ দেখা গিয়েছে। এলনের দাবি সেই ধরনের সাইবর্গ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। এর ফলে অঙ্গ হানির ক্ষেত্রে কম্পিউটারচালিত কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হবে। পাশাপাশি কাজের ক্ষেত্রে আসবে দ্রুততা। মনে মনে ভেবেই কাজ করা যাবে কম্পিউটারে। ফলে, বাজবে কাজের গতি। এমনকি এই পদ্ধতিতে বাড়ানো সম্ভব মানুষের স্মরণশক্তিও।
আরও পড়ুন: নাসার চেয়ে অনেক কম খরচেই চন্দ্রযান পাঠাচ্ছে ইসরো
২০১৬ সালে নিউরালিঙ্ক স্থাপন করেন মার্কিন শিল্পপতি ও ধনকুবের এলন মাস্ক। এই সংস্থায় বিশ্বের নামজাদা বিশ্ববিদ্য়ালয়ের একাধিক নিউরোসায়েন্টিস্টদের নিয়োগ করেন তিনি। ২০১৮ সালে মস্তিষ্ক ও কম্পিউটারের সংযুক্তিকরণের একটি টিজার প্রকাশ করে নিউট্রালিঙ্ক। এই প্রযুক্তিতে মানব দেহে বসানো চিপ-এর সাহায্যেই নিয়ন্ত্রণ করা সম্ভব কম্পিউটার। এখন মানব মস্তিষ্কে ছোট সেলাই মেশিনের মতো যন্ত্র স্থাপনের মাধ্যমে মানুষের স্মৃতিশক্তি বাড়িয়ে দেওয়ার বিষয়ে কাজ করছেন সংস্থার বিজ্ঞানীরা।