14

রবিবার রাতের আকাশে 'রক্তাক্ত চাঁদ'-এর অপেক্ষায় প্রহর গুনছে গোটা বিশ্ব

বিরল লাল চাঁদের দর্শনের প্রতিক্ষায় এই মুহূর্তে প্রহর গুনছে সারা বিশ্ব। রবিবার আর সোমবার রাতের আকাশে দেখা মিলবে সুপার মুনের। এই বছরের জন্য রবিবারই পৃথিবীর সব থেকে কাছে চাঁদ চলে আসবে। পৃথিবীর ছায়ায় রক্তিম আভা পাবে চাঁদ। 

এই পূর্ণ 'সুপারমুন' চন্দ্র গ্রহণ ''রক্তাক্ত চাঁদ'' বলেও খ্যাত। সাধারণ দিনের থেকে ওই দিন চাঁদকে অনেক বেশি বড় ও উজ্জ্বল দেখাবে। 

''যদিও চাঁদের আকারের প্রকৃত কোনও পার্থক্য হবে না। আকাশে ওই দিন চাঁদকে অন্যদিনের তুলনায় বড় ও উজ্জ্বল দেখাবে।'' জানিয়েছেন মেরিল্যান্ডে নাসার গোড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্ল্যানেটরি জিওলজিস্ট নোয়া পেত্রো।