East Bengal | CFL 2024: মশাল জ্বালিয়ে লিগ শুরু লাল-হলুদের, টালিগঞ্জের জালে জড়াল ৭ গোল!

East Bengal vs Tollygunge Agragami: ইস্টবেঙ্গলের আগুনে পুড়ে ছারখার টালিগঞ্জ অগ্রগামী

Updated By: Jun 30, 2024, 07:08 PM IST
East Bengal | CFL 2024: মশাল জ্বালিয়ে লিগ শুরু লাল-হলুদের, টালিগঞ্জের জালে জড়াল ৭ গোল!
সাত গোল দিল ইস্টবেঙ্গল!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যতই জুন-জুলাই জুড়ে ফুটবলপাগল বাঙালিদের চোখ কোপা আমেরিকা (Copa America 2024) ও ইউরো কাপে (UEFA Euro 2024) থাকুক না কেন, শহরের তিন প্রধানও কিন্তু এই সময়ে কলকাতা ময়দানে। ফলে বাংলার ফুটবলেও নজর রাখতেই হচ্ছে। কারণ শুরু হয়ে গিয়েছে কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2024)। রবিবার অর্থাৎ আজ দুপুরে লিগ অভিযান শুরু করল গতবারের রানার্স ইস্টবেঙ্গল (East Bengal)। ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে লাল-হলুদ মশাল জ্বালিয়ে শুভারম্ভ বিনো জর্জের শিষ্য়দের। ৭-১ গোলে তাঁরা হারালেন অতনু সরকারের টালিগঞ্জ অগ্রগামীকে (East Bengal vs Tollygunge Agragami)।

আরও পড়ুন: বিশ্বজয়ের আনন্দে এ কী খেলেন রোহিত? ভিডিয়ো দেখলে থ হয়ে যাবেন!

এ যেন গোলের দিন, এ লগন গোল করার! এমনটাই মনে হয় ভেবে নিয়েছিল ইস্টবেঙ্গলের জুনিয়র ব্রিগেড। গোটা ম্য়াচ জুড়ে শুধু গোল আর গোল! এক-দুই গোল নয়, প্রতিপক্ষের জালে একবারে সাত গোল জড়াল লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাব। বৃষ্টিস্নাত দুপুরে ব্যারাকপুরের স্টেডিয়ামে লাল-হলুদ সমর্থকদের ভিড় বুঝিয়ে দিয়েছিল যে, বাংলার ফুটবলের কী অমোঘ টান! শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে ইস্টবেঙ্গল। বিরতিতেই ২-০ গোলে এগিয়ে যায় আদিত্য় পাত্রর ব্রিগেড। ১১ মিনিটে শ্য়ামল বেসরা ও ৪২ মিনিটে আমন সিকে গোল করেন।

দ্বিতীয়ার্ধে আর খুঁজে পাওয়া যায়নি টালিগঞ্জকে। ইস্টবেঙ্গলের গোলবন্য়ায় ভেসে গেলেন অভিনব বাগরা। ৪৬ মিনিটে টালিগঞ্জের হয়ে একমাত্র গোল সঞ্জয় শর্মার। মনে করে হয়েছিল যে, সাদা জার্সিধারীরা হয়তো ম্য়াচে ফিরবেন। কিন্তু না, ব্য়বধান কমিয়েই তলিয়ে গেলেন অতনুর শিষ্যরা। ৬৫ ও ৬৭ মিনিটে জেসিন টিকে জোড়া গোল করে লাল-হলুদকে ৪-১ গোলে এগিয়ে দেন। এরপর ৭৭ মিনিটে সুব্রত মুর্মু ও ৮৬ মিনিটে অনন্থুর গোল আসে। এমনকী নির্ধারিত সময়ের পর ৪ মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি। সেই সময়েও ইস্টবেঙ্গল গোল থেকে নিজেদের দূরে রাখেনি। সায়ন বন্দ্য়োপাধ্য়ায়ের পা থেকে আসে সপ্তম তথা ম্য়াচের শেষ গোলটি।

আরও পড়ুন: এ কী করল মেরিনার্স? লিগ-শিল্ড জয়ী তিন নক্ষত্রকে ছেড়ে দিল! চলে এল হাইভোল্টেজ আপডেট

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.