Weather Today: রাজ্যে বাড়বে বৃষ্টি, মকর সংক্রান্তিতে উধাও শীতের আমেজ

কলকাতা সহ দক্ষিণের বাদবাকি জেলাতেও আজ দিনভর হালকা বৃষ্টি চলবে বলেই জানান হয়েছে। 

Updated By: Jan 14, 2022, 08:17 AM IST
Weather Today: রাজ্যে বাড়বে বৃষ্টি, মকর সংক্রান্তিতে উধাও শীতের আমেজ
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: মকর সংক্রান্তিতে বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যের উপকূলীয় জেলাগুলোতে আজ থেকে সামান্য বাড়বে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণের বাদবাকি জেলাতেও আজ দিনভর হালকা বৃষ্টি চলবে বলেই জানান হয়েছে। 

সোমবার থেকে ফের দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে রাজ্যে। তাই শনি ও রবিবার সাময়িক শীতের আমেজ ফের উধাও হতে পারে। সোম এবং মঙ্গলবারও এমনই থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজ দিনভর ঘন কুয়াশা এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামিকাল থেকে দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা কমবে বলে ইঙ্গিত। 

আরও পড়ুন, Suvendu Adhikari-Anubrata Mandal: 'শুভেন্দু নেংটি ইঁদুর, বিজেপি ভেড়ার দল', কেষ্টর বাক্যবাণে বিদ্ধ বিরোধী দলনেতা

এদিকে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে। বরং কিছুটা বেড়েছে তাপমাত্রা। ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি বেশি। দিনের তাপমাত্রা অনেকটা কমে এখনও অপরিবর্তিত। শনিবার থেকে রাতের তাপমাত্রা নামবে বলেই খবর। বর্তমান তাপমাত্রার থেকে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বৃষ্টির পরবর্তী তাপমাত্রা। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং বাদ দিয়ে বাদ বাকি জেলাতে আগামিকালের পর থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামীকাল থেকে দুই থেকে তিন ডিগ্রি কমবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.