এসেছিলাম বিয়ে বাড়িতে, জনতার মায়া ভরা চোখের আবেদনই রোডশোয়ে টেনে আনল, কালিয়াগঞ্জে এসে বললেন বিপ্লব

এ দিন বিপ্লব দেবের কর্মসূচিকে কেন্দ্র করে জটলা বাধে। প্রশাসনের তরফে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। শনিবার কালিয়াগঞ্জ উপনির্বাচনের প্রচারে রোড শো করার কথা ছিল

Updated By: Nov 24, 2019, 07:38 AM IST
এসেছিলাম বিয়ে বাড়িতে, জনতার মায়া ভরা চোখের আবেদনই রোডশোয়ে টেনে আনল, কালিয়াগঞ্জে এসে বললেন বিপ্লব
ছবি- ফেসবুক

নিজস্ব প্রতিবেদন: কালিয়াগঞ্জ উপনির্বাচনের প্রচার শেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী গেলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী কমল সরকারের মেয়ের বিয়েতে। প্রার্থীর বাড়িতেই মধ্যাহ্ন ভোজন সেরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিপ্লব বাবু বলেন, “বিয়ে বাড়িতেই এসেছিলাম। কিন্তু এখানকার জনতার বাধ ভাঙ্গা উচ্ছ্বাস, মায়া ভরা চোখের আবেদন দেখে ঠিক রাখতে পারিনি। তাই র্যালিতে অংশগ্রহণ করলাম।”

এ দিন বিপ্লব দেবের কর্মসূচিকে কেন্দ্র করে জটলা বাধে। প্রশাসনের তরফে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। শনিবার কালিয়াগঞ্জ উপনির্বাচনের প্রচারে রোড শো করার কথা ছিল। তৃণমূল কংগ্রেসের কর্মসূচির জন্য আগাম অনুমতি দিয়েছে প্রশাসন। তাই বিজেপিকে কোনো কর্মসূচির সময় দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতৃত্ব৷ জেলাজুড়ে রাতেই বিভিন্ন জায়গায় শুরু হয় পথ অবরোধ৷

আরও পড়ুন- বারাকপুর এবার কর্পোরেশন, শিল্পাঞ্চল দখলে রাখতেই কৌশলী সিদ্ধান্ত সরকারের, বলছে বিজেপি

পরে অবশ্য, বিপ্লব দেব আসতেই রাহুল সিনহা জানান জেলা জুড়ে তাদের পথ অবরোধ কর্মসূচি বাতিল করা হয়েছে। তার পরিবর্তে বিজেপি কর্মীরা প্রতিবাদ মিছিল করবেন। রাহুল সিনহা জানান, রাত ১ টার সময় বিপ্লব দেবকে কর্মসূচির অনুমতি দেয় প্রশাসন। তাৎপর্যপূর্ণ ভাবে সেই অনুমতিও দেওয়া হয় বেলা ১ টার পর৷ যেখানে বিপ্লব কুমার দেব দুপুরেই বাগডোগরা থেকে ফ্লাইট ধরে দিল্লি যাবেন বলে সিদ্ধান্ত হয়ে আছে। সেখানে তার কর্মসূচির জন্য দুপুরের পর সময় দেওয়া এটা ঠিক নয়। এই কারণেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করবে বলে জানায় বিজেপি।

.