তৃণমূলের সালিশি সভায় ধুন্ধুমার, ধারাল অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে আহত যুবক

অন্য দলের অভিযোগ তৃণমূলের সভায় ঢুকেচিল সিপিএম এবং আক্রমণকারী দলেই ছিলেন তাঁরা। ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। যদিও সিপিআইএম নেতা বিকাশ দাস সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন

Updated By: Jun 24, 2019, 09:22 AM IST
তৃণমূলের সালিশি সভায় ধুন্ধুমার, ধারাল অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে আহত যুবক

নিজস্ব প্রতিবেদন: সালিশি সভা চলাকালীন বিধায়কের সামনেই আহত যুবক। রাজনৈতিক সংঘর্ষে ধুন্ধুমার চোপড়া। রবিবার জমি বিবাদ নিয়ে সালিশি সভা বসেছিল চোপড়ার তৃণমুল বিধায়ক হামিদুর রহমান এর বাড়িতে। অভিযোগ, সভা চলাকালীন হঠাৎ-ই এক পক্ষ আরেক পক্ষকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে  প্রথমে দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং এরপরে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়।  শুরু হয় ধুন্ধুমার। অভিযোগ এরপরই আক্রমণকারী খুরশেদ আলমের দলবল পালিয়ে যায় সভা থেকে। 

আরও পড়ুন: ফের নৃশংস কলকাতা, রাতের অন্ধকারে মেরে ফেলা হল ৬ টি বিড়ালকে

অন্য দলের অভিযোগ তৃণমূলের সভায় ঢুকেছিল সিপিএম এবং আক্রমণকারী দলেই ছিলেন তাঁরা। ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। যদিও সিপিআইএম নেতা বিকাশ দাস সমস্ত অভিযোগ উড়িয়ে জানিয়েছেন তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরেই এই ঘটনা। বিধায়কের বাড়িতে সিপিএমের কোনও কর্মী উপস্থিত ছিলেন না বলেই জানিয়েছেন তিনি।

ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ৷ 

.