আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ এবার বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে

কারও কাছ থেকে ৫৫ হাজার, কারও কাছে ৩০ হাজার, কারও কাছে ১৫ হাজার আবার কারও কাছে ১১ হাজার...

Updated By: Jun 23, 2019, 06:22 PM IST
আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ এবার বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন : আবারও কাটমানির অভিযোগ বালুরঘাটে। অভিযোগ বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের নীতা হাঁসদার বিরুদ্ধে। আবাস যোজনায় ঘর তৈরির ক্ষেত্রে কাটমানি নেওয়ার অভিযোগ করলেন বালুরঘাটের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

বালুরঘাটের ১৫ নম্বর ওয়ার্ডের ১২ জন  বাসিন্দা এদিন আলাদা আলাদা ভাবে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের কাউন্সিলর নীতা হাঁসদার বিরুদ্ধে। অভিযোগ, কারও কাছ থেকে ৫৫ হাজার, কারও কাছে ৩০ হাজার, কারও কাছে ১৫ হাজার আবার কারও কাছে ১১ হাজার... এভাবে বিভিন্ন মানুষের কাছে বাড়ি তৈরির জন্য টাকা নিয়েছেন নীতা হাঁসদা।

পাশাপাশি, আরও অভিযোগ, টাকা দিলেও তাঁরা কেউই এখনও পর্যন্ত ঘর পাননি। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নীতা হাঁসদার সঙ্গে যোগাযোগ করতে দেখা যায়, বাড়ি তালা বন্ধ। তিনি আত্মগোপন করেছেন বলে অভিযোগ বাসিন্দাদের।

আরও পড়ুন, সরকারি প্রকল্পে বাড়ি তৈরিতে ১০ হাজার টাকা কাটমানি! স্বীকার ২ তৃণমূল নেতার

উল্লেখ্য, তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বিগত ৭ মাস আগেই পৌরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়। বর্তমানে প্রশাসকের হাতে রয়েছে বালুরঘাট পৌরসভা।

.