এক নজরে জয়েন্টে এবারের সেরা দশ

এ বছর পশ্চিমবঙ্গ থেকে কৃতকার্য হয়েছেন ৬৪ শতাংশ ছাত্রছাত্রী। পরীক্ষায় উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ-এর ৪৭ শতাংশ পরীক্ষার্থী জয়েন্টে কৃতকার্য হয়েছেন। 

Updated By: May 23, 2018, 07:31 PM IST
এক নজরে জয়েন্টে এবারের সেরা দশ

২৩ মে, বুধবার প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গের কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মেসির ডিগ্রি কোর্স পড়ার সুযোগ পাবেন।

এ বছর পশ্চিমবঙ্গ থেকে কৃতকার্য হয়েছেন ৬৪ শতাংশ ছাত্রছাত্রী। পরীক্ষায় উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ-এর ৪৭ শতাংশ পরীক্ষার্থী জয়েন্টে কৃতকার্য হয়েছেন। এ বছরের পরীক্ষায় প্রথম স্থানাধিকারী সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র অভিনন্দন বসু। মেধা তালিকার প্রথম দশের সিংহভাগ ডুড়েই রয়েছে বাংলার পরীক্ষার্থীরা।

২০১৮-র জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা প্রথম দশজন কৃতী পরীক্ষার্থীরা হলেন:

১) অভিনন্দন বসু (সাউথ পয়েন্ট স্কুল)

২) দিদীপ্য রায় (হরিয়ানা বিদ্যামন্দির)

৩) অর্চিষ্মান সাহা (দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক)

৪) শুভম আগরওয়াল (সেন্ট টমাস বয়েজ, ডায়মন্ড হারবার রোড)

৫) দেবজ্যোতি কর (এপিজে স্কুল, সল্টলেক)

৬) নমন বিয়ানি (শ্রীশ্রী অ্যাকাডেমি, আলিপুর)

৭) ঋত্বিক গঙ্গোপাধ্যায় (হেমশীলা মডেল স্কুল, দুর্গাপুর)

৮) রণজয় মিদ্যা (অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল)

৯) অভিষেক শ্রীবাস্তব (সেন্ট জেভিয়ার্স স্কুল, রাঁচী)

১০) আয়ুষী বিদ্যান্ত, ফিটজি, বিশাখাপত্তনম

বোর্ডের তরফে জানানো হয়েছে, এই পরীক্ষায় র‍্যাঙ্ক জানা যাবে www.wbjeeb.in ওয়েবসাইট থেকে। এবং র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে www.wbjeeb.nic.in থেকে।

.