নিজস্ব প্রতিবেদন: এবিভিপি-র সদস্যদের স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়। দুপক্ষের সংঘর্ষ থামাতে পুলিসের লাঠিচার্জ। কলেজে মোতায়েন পুলিস, কমব্যাট ফোর্স।

 

মঙ্গলবার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে এবিভিপি-র স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। সেই মোতাবেক আগে থেকেই পুলিস মোতায়েন ছিল কলেজ ক্যাম্পাসে। তবুও উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এবিভিপির সদস্যরা কলেজের গেটে কয়েকজন ছাত্রীর শ্লীলতাহানি করে। তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন টিএমসিপির সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। বহিরাগতদের অধ্যক্ষ ঘেরাওয়ের অভিযোগ ওঠে টিএমসিপির বিরুদ্ধে।

নতুন করে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়ে ওঠে, তার জন্য কলেজ ক্যাম্পাসে মোতায়েন রয়েছে পুলিস।

English Title: 
TMCP ABVP clash in Durgapur Governemnt College
News Source: 
Home Title: 

এবিভিপি-টিএমসিপি সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়

এবিভিপি-টিএমসিপি সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়
Yes
Is Blog?: 
No
Section: