তৃণমূল কর্মীদের ওপর 'হামলা', লকডাউনে আবহে উত্তেজনা কেশপুরে

হামলার হাত থেকে বাদ যাননি বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিও। অভিযোগের তির বিজেপির দিকে।

Updated By: Apr 12, 2020, 07:35 PM IST
তৃণমূল কর্মীদের ওপর 'হামলা', লকডাউনে আবহে উত্তেজনা কেশপুরে

নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় একজোট হয়ে লড়ছে সবাই। রাজ্যে চলছে লকডাউন। তারমধ্যে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল কেশপুরের জামিরা গ্রামে। আহত একই পরিবারের তিন তৃণমূল কর্মী। তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। হামলার হাত থেকে বাদ যাননি বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিও। অভিযোগের তির বিজেপির দিকে।

লকডাউনের মধ্যেই গুলি করে খুন তৃণমূলনেতাকে, চাঞ্চল্য কুলতলিতে
 আহত তৃণমূল কর্মীদের দাবি, রবিবার সকালে তাঁরা বাজার নিয়ে ফিরছিলেন। আচমকাই তাঁদের পথ আটকায় বেশ কয়েকজন যুবক। কিছু বুঝে ওঠার আগেই বেধড়ক মারধর শুরু করে তারা। পরে স্থানীয়রা গিয়ে তাঁদের উদ্ধার করেন। এলাকায় ওই যুবকরা বিজেপি কর্মী বলেই পরিচিত।
লাঠি, রড নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। ছেলেদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মাও। গুরুতর আহত অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেও।
ঘটনার পর কেশপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মীরা। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

.