লকডাউনের বাজারে মদ না পেয়ে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মৃত্যু ২ যুবকের, অসুস্থ ৩

মদের দোকান না খোলায় পঙ্কজ দাস এলাকারই বাসিন্দা আশিস গিরির হোমিওপ্যাথির দোকান থেকে ওষুধ কেনেন।

Updated By: Apr 12, 2020, 12:49 PM IST
লকডাউনের বাজারে মদ না পেয়ে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মৃত্যু ২ যুবকের, অসুস্থ ৩

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে বন্ধ দোকানপাট।মদ কিনতে না পেরে হোমিওপ্যাথি ওষুধ খেয়েই করেছিলেন নেশা। আর তার জেরে মৃত্যু হল ২ যুবকের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক মহিলা-সহ তিন জন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের সিমলিবাড়ি এলাকায়। অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম পঙ্কজ দাস ও ভরত দাস।

মদের দোকান না খোলায় পঙ্কজ দাস এলাকারই বাসিন্দা আশিস গিরির হোমিওপ্যাথির দোকান থেকে ওষুধ কেনেন। সেই ওষুধ খেয়েই নেশা করেন তাঁরা। অতিরিক্ত মাত্রা ওষুধ খেয়ে ফেলায় অসুস্থ হয়ে পড়েন পাঁচ জন। মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় পঙ্কজ দাস ও ভরত দাসের।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। এক মহিলা সহ আরও তিনজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্রেতা আশিস গিরির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। তদন্তে নেমেছে পুলিস।

 

.