পাচারের ছক বানচাল, সীমান্তে উদ্ধার ৩৫ লক্ষ টাকার সোনা

 বাংলাদেশে (Bangladesh) থেকে আসা সোনা পাচারের ছক বানচাল করল বিএসএফ (BSF)। 

Updated By: Jun 25, 2021, 10:36 AM IST
 পাচারের ছক বানচাল, সীমান্তে উদ্ধার ৩৫ লক্ষ টাকার সোনা

নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মধ্যেও ভাটা পড়েনি সীমান্তে চোরা কারবারীদের কাজে। এদিন এমনই বাংলাদেশে (Bangladesh)  সোনা পাচারের ছক বানচাল করল বিএসএফ (BSF)। উদ্ধার সাতশো গ্রাম ওজনের সোনার বাট। এই ঘটনায় গ্রেফতার হাফিজুল সর্দার নামে এক সোনা পাচারকারী।

পড়শি দেশে পাচার করতে যাওয়া সেই সোনার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ লক্ষ টাকা। আর এই কাণ্ডে গ্রেফতার হওয়া ব্যক্তির হাফিজুল সর্দারের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের আমুদিয়ায়। 

আরও পড়ুন, অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে রেল মিউজিয়াম, 'বেচারাম সরকার' বলে কেন্দ্রকে কটাক্ষ অরূপের

এদিন ভোর রাতে মোটরসাইকেল করে স্বরূপনগরের বিহারী সীমান্তের  কাছে ঘোরাঘুরি করছিল হাফিজুল। সেই সময় সন্দেহ হওয়ায় বিএসএফ জওয়ানরা তাকে আটক করে তল্লাশি করে। তল্লাশিতেই তার কাছ থেকে একটা ৭০০ ওজনের সোনার বাট  পাওয়া যায়। 

উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। বিএসএফ সাতশো ওজনের  সোনার বাট-সহ পাচারকারীকে স্বরূপনগরের তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয়। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.