WB weather Update: সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস এইসব জেলায়, জাঁকিয়ে শীত ফের কবে?

WB weather Update: সোমবার থেকে হাওয়া বদল হতে পারে। তবে আগামী দুদিন অস্বস্তি বাড়বে..

Updated By: Jan 23, 2025, 08:23 AM IST
WB weather Update: সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস এইসব জেলায়, জাঁকিয়ে শীত ফের কবে?

অয়ন ঘোষাল: রাতের তাপমাত্রা সোমবার ১৪.৮ ডিগ্রি। মঙ্গলবার ১৬.২। বুধবার ১৬.৮। দিনের তাপমাত্রা সোমবার ২৪.২। মঙ্গলবার ২৬.৭। বুধবার ২৭.৪। ৪৮ ঘণ্টায় দিনের তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি। ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হওয়ার প্রভাবে শীত কার্যত গায়েব। রবিবার পর্যন্ত ক্রমান্বয়ে বাড়বে তাপমাত্রা। ঘন কুয়াশায় ঢাকল উত্তর থেকে দক্ষিণ প্রায় গোটা রাজ্য। স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। সোম মঙ্গল বুধ ফের পারদ পতন। আবার স্বাভাবিকের ঘরে নেমে আসবে পারদ। সরস্বতী পুজো পর্যন্ত রাতে এবং ভোরে হালকা শীতের আমেজ।

আরও পড়ুন-নাবালিকাকে ভাইঝিকে দিনের পর দিন ধর্ষণ! 'বর্বর' কাকাকে...

কুয়াশা এবং বৃষ্টি

রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা।  কুয়াশার দাপট সকালে। বেলায় পরিষ্কার আকাশ। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সোমবার বৃষ্টি র সঙ্গে হতে পারে হালকা তুষারপাত। রবিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধুমুখী হবে।  সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। ২৬ শে জানুয়ারি ফের থেকে উত্তুরে হাওয়া বইবে। তাপমাত্রা ফের কমবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

সিস্টেম

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে কাল। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আসামে  ও শ্রীলঙ্কা উপকূলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গে

আরো বাড়লো সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ কমলো। আগামী দুদিন আরও কমবে শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু-তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা। অবাধ উত্তুরে হাওয়ায় বাধা। জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশার সতর্কতা। কুয়াশার সম্ভাবনা বেশি উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে। আজ ২৩ শে জানুয়ারি ১২ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে ঘন কুয়াশার দাপট থাকবে বেশি। ঘন কুয়াশার দাপট
কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে দু- এক জায়গায়। কলকাতায় সকালের দৃশ্যমানতা কমে ১০০ মিটার হয়ে গেছিল।

উত্তরবঙ্গ

রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আগামী দুদিনে দু-ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়বে। তার প্রভাবে বদলাবে  উত্তরবঙ্গের পার্বত্য এলাকার আবহাওয়া।

 কলকাতা
সকালে ঘন কুয়াশা। বেলা বাড়লে রোডের দেখা মিলবে। পরিষ্কার আকাশ। সকালের গড় দৃশ্যমানতা ২০০ মিটার। কোনো কোনো জায়গায় দৃশ্যমানতা ১০০ মিটার বা তারও সামান্য নিচে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তন। আগামী ৪৮ ঘণ্টায় দিন ও রাতের পারদ আরোও বৃদ্ধি পাবে। সোমবার থেকে ফের পারদ পতন। আগামী পাঁচ দিনে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার তাপমান

রাতের তাপমাত্রা ১৬.২ থেকে বেড়ে ১৬.৮ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি বেশি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ থেকে বেড়ে ২৭.৪ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৮৮ শতাংশ।

 ভিনরাজ্যে

আগামী ৪৮ ঘন্টায় অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে উত্তরপ্রদেশ বিহার সিকিম এবং উত্তরবঙ্গ। রাজস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা ঝাড়খন্ড উত্তরপ্রদেশের বেশ কিছু অংশ। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ও ত্রিপুরাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং উত্তরপ্রদেশের কিছু অংশে। শীতল দিনের পরিস্থিতি হিমাচল প্রদেশ এবং রাজস্থানে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.