ক্রেতা সেজে দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা, মালিকের সাহসে পাকড়াও দুষ্কৃতী
রবিবার রাত দোকান বন্ধ করতে আর কিছুক্ষণ বাকি। অনেকটা রাতেই চার যুবক রেস্টুরেন্টে খেতে ঢোকে।
নিজস্ব প্রতিবেদন: ক্রেতা সেজে রেস্টুরেন্টে ডাকাতির চেষ্টা। রেস্টুরেন্ট মালিকের সাহসে পাকড়াও দুষ্কৃতীরা। বাধা পেয়ে মারধর মালিক সহ দুই কর্মচারীকে। সোদপুরের ট্রাফিক মোড়ের ঘটনা।
আরও পড়ুন: শিকার ধরতে এসে নিজেই ফাঁদে পড়ল চিতাবাঘ!
রবিবার রাত দোকান বন্ধ করতে আর কিছুক্ষণ বাকি। অনেকটা রাতেই চার যুবক রেস্টুরেন্টে খেতে ঢোকে। খাবার অর্ডারও দিয়ে দেয় তারা। কর্মীরা খাবার পরিবেশনের তোড়জোড় শুরু করেছেন। আচমকাই বন্দুক বার করে ওই চার যুবক। প্রথমে এক কর্মীর মাথায় বন্দুক ঠেকায়।
আরও পড়ুন: সুখী নতুন বউয়ের ব্যবহারে মুগ্ধ আত্মীয় থেকে প্রতিবেশীরা, কিন্তু আসলে এই মেয়ের জীবনে যা চলছিল...
ঘটনা দেখে ক্যাশ কাউন্টার থেকে ছুটে আসেন দোকানের মালিক। বন্দুকের বাট দিয়ে রেস্টুরেন্ট মালিককে আঘাত করে দুষ্কৃতীরা। তাতেও দমে যাননি রেস্টুরেন্ট মালিক। আঘাত নিয়েই দুষ্কৃতীদের সঙ্গে লড়াই ও চিত্কার চালিয়ে যান রেস্টুরেন্ট মালিক। চিত্কার শুনে ছুটে আসেন আশপাশের ব্যবসায়ীরা। হাতেনাতে ধরা পড়ে যায় চার দুষ্কৃতী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় খড়দহ থানার পুলিস। ঘটনাস্থলে আসেন পানিহাটির বিধায়ক ও বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ। চার দুষ্কৃতীকেই গ্রেফতার করেছে পুলিস।