Poush Mela 2024: ২০১৯ সালের পরে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্টই এবার ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজনে...
Poush Mela 2024: পৌষমেলা সংক্রান্ত এক বৈঠকে শান্তিনিকেতন ট্রাস্টের সভাপতি অনিল কোনার, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন-সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
প্রসেনজিৎ মালাকার: ২০১৯ সালের পর এবার বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্টই পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা আয়োজন করবেন।
গত বছর বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট পৌষ মেলা আয়োজনের দায়িত্ব রাজ্য প্রশাসনের হাতে তুলে দিয়েছিল। তা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। তবে, এবার এই মেলা বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট নিজেদের উদ্যোগেই আয়োজন করবে বলে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: Bangladesh: অশান্ত বাংলাদেশে নজরুলগীতির আসর! কবির শ্যামাসংগীতেই সম্প্রীতির বার্তা পদ্মাপারে...
আজ, বুধবার এক বৈঠকে শান্তিনিকেতন ট্রাস্টের সভাপতি অনিল কোনার, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন-সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বছর পৌষ মেলার আয়োজনের মূল দায়িত্ব থাকবে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্টের উপরেই।
আরও পড়ুন: Russia: এবার তৈরি হচ্ছে 'মিনিস্ট্রি অব সেক্স'! সরকার কী কাজ করবে এই দফতরের মাধ্যমে?...
তবে, প্রশাসনও থাকবে। জেলা প্রশাসনের সঙ্গে ভবিষ্যতে এ নিয়ে বৈঠক করা হবে। মেলা আয়োজনে প্রশাসনের সহযোগিতার ক্ষেত্রগুলি নিয়ে, এর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আগামী দিনে জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হবে এবং তাদের সহায়তা নিয়ে চূড়ান্ত পরিকল্পনাও করা হবে বলে জানা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)