Dakshin Dinajpur: খেলতে খেলতে জলপান, মুহূর্তে 'জীবন'-ই কাড়ল একরত্তির প্রাণ!

Dakshin Dinajpur: খেলার মধ্যেই মাঠের ধারে থাকা মার্ক টু টিউবওয়েল যা চাষের জল সেচের জন্য জমিতে ব্যবহার হয় সেখান থেকে জল খেতে যায়। বন্ধুদের বিবরণ অনুযায়ী জল খেয়ে সে আর বেশিক্ষণ দাঁড়াতে পারেনি কিছুটা এসে বসে পড়ে এবং মাটিতে পড়ে যায় অনুমান জল খাবার সময় গলায়  আটকে যায়।  

Updated By: Nov 13, 2024, 03:27 PM IST
Dakshin Dinajpur: খেলতে খেলতে জলপান, মুহূর্তে 'জীবন'-ই কাড়ল একরত্তির প্রাণ!

সুকান্ত ঠাকুর: বুধবার বিকালে খেলার সময় জল খেতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে গেল এক স্কুল ছাত্রের সঙ্গে। জলই কাড়ল প্রাণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি  ব্লকের তেলিপুকুর এলাকায়। মৃত ওই ছাত্রের নাম তন্ময় কর্মকার (১২)। ওই নাবালক বদলপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। গতকাল স্কুল ছুটি হওয়ার পর বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে প্রতিদিনকার মতো পাশের মাঠেই খেলতে গিয়েছিল সে। 

আরও পড়ুন: Hooghly: জগদ্ধাত্রীর শোভাযাত্রার জেনারেটরে জড়ায় চুল, খুলি উড়ে গিয়ে গৃহবধূর...

খেলাতে খেলতে জল পিপাসা পেলে। মাঠের ধারে থাকা মার্ক টু টিউবওয়েল যা চাষের জল সেচের জন্য যে জলের মেশিন ব্যবহার করা হয় সেখান থেকেই জল খেতে যায় সে। পুলিস সূত্রে জানা যায়, জল খাওয়ার পর তন্ময় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি। কিছুটা এসে বসে পড়ে মাটিতে সেখানেই সে লুটিয়ে পরে যায়। পুলিসের প্রাথমিক অনুমান জল খাবার সময় গলায় আটকে যায় কিছু সেখান থেকেই ঘটে এই বিপত্তি। 

আরও পড়ুন: Mamata Banerjee: মমতার কাছে পাহাড়ের ওরা 'চার্মিং ও ডার্লিং...'

স্থানীয়দের তৎপরতায় তাঁকে নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরবর্তীতে তাকে বংশীহারীর রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে। সেখানেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। বুধবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট হাসপাতালে। ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.