গলায় ঢুকল আস্ত কই! তারপর...
অস্ত্রপচারে অভাবনীয় সাফল্য। গলায় বিঁধে যাওয়া জ্যান্ত কই মাছকে অপারেশন করে বের করলেন চিকিত্সক। কৃতিত্ব তমলুক জেলা হাসপাতালের ইএনটি সার্জেন অমিত কুমারের।
নিজস্ব প্রতিবেদন: একটি মাছ দাঁতে চেপে অন্য মাছটিকে জাল থেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন জেলে। আর তাতেই বিপত্তি। আচমকাই কই মাছ ঝাপটা মেরে সটান ঢুকে যায় মত্স্যজীবীর গলায়। পরে অস্ত্রোপচারে বের করা হয় মাছটিকে।
অস্ত্রপচারে অভাবনীয় সাফল্য। গলায় বিঁধে যাওয়া জ্যান্ত কই মাছকে অপারেশন করে বের করলেন চিকিত্সক। কৃতিত্ব তমলুক জেলা হাসপাতালের ইএনটি সার্জেন অমিত কুমারের।
আরও পড়ুন: ১৭০ কিমি পথ গ্রিন করিডর, মধুস্মিতার অংশে নতুন জীবন সঞ্জীত, মিঠুন, অভিষেকদের
তমলুকের সিউড়ি গ্রামের বাসিন্দা আনিমুল হকের সঙ্গে রবিবার মারাত্মক ঘটনা ঘটে। মাছ ধরার সময় একটি কই দাঁতে চেপে জাল থেকে অন্য কই ছাড়াচ্ছিলেন আনিমুল। সেইসময়ই দাঁতে তাপা কই মাছ ঝাপটা মেরে গলার ভেতরে শ্বাসনালিতে গিয়ে আটকে যায়। দমবন্ধ হতে বসে আনিমূলের।
আরও পড়ুন: সুখী নতুন বউয়ের ব্যবহারে মুগ্ধ আত্মীয় থেকে প্রতিবেশীরা, কিন্তু আসলে এই মেয়ের জীবনে যা চলছিল...
প্রাথমিকভাবে অন্যান্য মত্স্যজীবীরাই নানাভাবে মাছ বার করার চেষ্টা করেন। তাঁকে উল্টো করে পিঠে মারা হয়। তাতেও মুখ থেকে বেরোয় না মাছ। দেরি না করে দ্রুত তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অপারেশন করে গলা থেকে কই মাছ বের করা হয়। সামান্য দেরি হলেই মৃত্যুর আশঙ্কা ছিল বলে জানিয়েছেন চিকিত্সকরা।