Supreme Court On Bulldozer Action : বিজেপি সরকারের বুলডোজার অ্যাকশন 'বেআইনি, স্বেচ্ছাচার'! তীব্র 'সুপ্রিম' তিরস্কার...

মানুষের আশ্রয় কাড়ার অধিকার কে দিয়েছে? আইনের শাসন বলে, 'স্বেচ্ছাচার' করে কারও সম্পত্তি, আশ্রয় কেড়ে নেওয়া যায় না।

Updated By: Nov 13, 2024, 03:16 PM IST
Supreme Court On Bulldozer Action : বিজেপি সরকারের বুলডোজার অ্যাকশন 'বেআইনি, স্বেচ্ছাচার'! তীব্র 'সুপ্রিম' তিরস্কার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর প্রদেশ-সহ বিজেপি শাসিত রাজ্যগুলির বড় ধাক্কা সুপ্রিম কোর্টে। বুলডোজার অ্যাকশনকে বেআইনি ঘোষণা করল সুপ্রিম কোর্ট। রীতিমতো তিরস্কারের সুরে এদিন শীর্ষ আদালত বলে, বিচার ছাড়া কোনও অভিযুক্তের বাড়ি ভাঙার সিদ্ধান্ত বেআইনি ও সংবিধান বিরোধী। অভিযুক্ত বা দোষী হলেই তাঁর বাড়িতে বুলডোজার চালানো যাবে না। মানুষের আশ্রয় কাড়ার অধিকার কে দিয়েছে?

সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই এদিন বলেন, কোনও সরকার বা প্রশাসন কখনও কোনও বিচার ব্যবস্থায় ভূমিকা নিতে পারে না। প্রশাসন কখনও একজন ব্যক্তিকে দোষী বলে ঘোষণা করতে পারে না। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে যদি কারও বাড়ি ভাঙা হয়, তাহলে তো আইনের শাসন নিয়েই প্রশ্নচিহ্ন উঠবে! প্রশাসন কখনও একজন বিচারকের ভূমিকা নিয়ে কোনও অভিযুক্তের বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিতে পারে না। বিচারপতি গভাইয়ের কথায়, "গণতান্ত্রিক সরকারের ভিত্তি-ই হল আইনের সুশাসন। আর সেই আইন বলে, প্রমাণের আগেভাগেই কোনও অভিযুক্তকে দোষী বলা যায় না। তাই আইনের শাসন বলে, 'স্বেচ্ছাচার' করে কারও সম্পত্তি, আশ্রয় কেড়ে নেওয়া যায় না। সরকারের এহেন 'স্বৈরাচারী' পদক্ষেপ থেকে রক্ষা পাওয়ার জন্য সংবিধান নাগরিকদেরও কিছু অধিকার দিয়েছে। 

উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অভিযুক্তদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। বিভিন্ন অপরাধ মামলায় নাম থাকা ব্যক্তিদের বাড়িতে বুলডোজার চালানোর ঘটনার বিরুদ্ধে একাধিক পিটিশন আদালতে জমা পড়েছিল। বিজেপি সরকারের 'বুলডোজার শাসন'-এর বিহিত চেয়েছিলেন আবেদনকারীরা। আজ বিচারপতি বিআর গভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চে সব আবেদনের শুনানি হয়। অবশেষে স্বস্তি মিলল আবেদনকারীদের।

আরও পড়ুন, Hooghly: জগদ্ধাত্রীর শোভাযাত্রার জেনারেটরে জড়ায় চুল, খুলি উড়ে গিয়ে গৃহবধূর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.