West Midnapore: তন্ত্র সাধনার নামে শিশুকে যৌন হেনস্থা! গ্রেফতার প্রৌঢ়...

অভিযুক্তকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পুড়ে দেওয়ার তন্ত্র সাধণার সামগ্রীও।

Updated By: May 15, 2023, 07:12 PM IST
West Midnapore:  তন্ত্র সাধনার নামে শিশুকে যৌন হেনস্থা! গ্রেফতার প্রৌঢ়...

ই গোপী: তন্ত্র সাধনার নামে বাড়িতে ডেকে শিশুকে যৌন হেনস্থা? অভিযোগ পেয়েই তৎপর পুলিস। গ্রেফতার করা হল অভিযুক্তকে। ঘটনাস্থল, পশ্চিম মেদিনীপুরের সবং।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম বিষ্ণুপদ হাজরা। বাড়ি, সবংয়ের তিন নম্বর দাঁদরা অঞ্চলের নীলা এলাকায়। বাড়িতেই নাকি তন্ত্র সাধনা করতেন তিনি! এদিন সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়ে ওই এলাকারই এক কিশোরী। কেন? চিকিৎসক নয়, তান্ত্রিকের শরণাপন্ন হন পরিবারের লোকেরা।

অভিযোগ, পরিবারের লোককে বিষ্ণুপদ বলেন, মেয়ে সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই নাবালিকাকে তাঁর বাড়িতে রেখে যেতে হবে। এরপর একা পেয়ে তাকে যৌন হেনস্থা করা হয়। শেষপর্যন্ত বাড়িতে গিয়ে ঘটনাটি জানায় নির্যাতিতা। অভিযুক্তের বাড়িতে হাজির হন পরিবারের লোকেরা। সঙ্গে পাড়া-প্রতিবেশীরাও। 

আরও পড়ুন: Bengal Safari: দিদা হওয়ার অপেক্ষায় বেঙ্গল সাফারির শিলা, অন্তঃসত্ত্বা সাদা বাঘ কিকা

তারপর? বিষ্ণুপদকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পুড়ে দেওয়ার তন্ত্র সাধণার সামগ্রীও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিস। গ্রেফতার করা অভিযুক্ত তান্ত্রিককে। তাঁর বিরুদ্ধে নির্যাতিতার পরিবারের লোকেরা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.