ভিডিয়ো: আমি কীভাবে দেব! ভগবানও এতটা দিতে পারবেন না, মুকুল-অর্জুনকে কটাক্ষ মমতার
নাম না নিয়ে ভাটপাড়ার সভায় দুই দলত্যাগী নেতাকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: ভাটপাড়ার সভায় নাম না নিয়ে মুকুল রায় ও অর্জুন সিংকে 'গদ্দার' বলে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর দাবি, সব কিছু এক একাই খেতে চেয়েছিলেন তাঁরা।
এদিন ভাটপাড়ার সভায় মমতা বলেন,''যা যোগ্যতা তার চেয়ে বেশি চায়। খালি হতে থাকলেও সন্তুষ্ট করতে পারবেন না। সারা বাংলায় নেই। আপনাদের লোকসভা কেন্দ্রে দুটো আছে। সব নেওয়ার পরও গদ্দারি করেছে''।
মমতার কটাক্ষ, ওদের সব চাই, কাউন্সিলর চাই, এমএলএ চাই, এমপি চাই, মন্ত্রিত্ব চাই, লোকসভা চাই, রাজ্যসভা চাই, জুটমিল চাই, পার্ক চাই, গার্ডেন চাই, মল চাই, বাজার চাই। সব কিছু চাই। আমি কীভাবে দেব! ভগবানও এতটা দিতে পারবেন না। নেওয়ারও একটা ক্ষমতা থাকে। আর কত নেবে। যাদের কিছু নেই তাদের দাও। সব একা একাই খাবে!
In your constituency also there was a gaddar who asked for Lok Sabha ticket. Why should we give? The father-son duo here only want to amass wealth for themselves. They are not interested in serving the people. Ensure they lose their deposit: @MamataOfficial pic.twitter.com/1sLbqDuCme
— All India Trinamool Congress (@AITCofficial) May 2, 2019
আরও পড়ুন- ফণি আতঙ্কের মধ্যে এবার জারি হল প্রবল ভূমিকম্পের আগাম সতর্কতা
নির্বাচনের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। মুকুল রায়ের হাতে ধরেই গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। মমতা এদিন বুঝিয়ে দিলেন, অতিরিক্ত লোভের কারণেই তাঁদের দলবদল।