WB Weather Update: কমছে শীতের সম্ভাবনা? সপ্তাহ শেষে পারদ উত্থান! আবহাওয়াতে রদবদল...
WB Weather Update: আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। গুজরাট থেকে উত্তর রাজস্থান পর্যন্ত রয়েছে অক্ষরেখা। আরো একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূলে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বুধবার ২২শে জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
অয়ন ঘোষাল: ২৪ শে জানুয়ারি শুক্রবার হওয়া বদল। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হওয়ার সংঘাতে রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তার আগে বৃহস্পতিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বাংলায়। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা। দিনভর পরিষ্কার আকাশের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
দক্ষিণবঙ্গে
সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণ বঙ্গের জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। তাপমাত্রা সামান্য কমায় শীতের আমেজ একটু বাড়লো। তবে সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দুপুরে আমেজ উধাও। সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার পর্যন্ত মোটের ওপর একই রকম থাকবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা। অবাধ উত্তুরে হাওয়ায় বাধা। জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। শুক্রবারের পর ধাপে ধাপে পারদ উত্থানের ইঙ্গিত।
আরও পড়ুন: দাদার পিএ সেজে প্রতারণা, চাকরি-রেশন ডিলারশিপের জন্য টাকা দিয়ে বিপাকে অনেকে
উত্তরবঙ্গ
শুক্রবারের পর হওয়া বদল। উত্তরবঙ্গে ফের বৃষ্টি ও তুষারপাত। ২৪ জানুয়ারি শুক্রবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এর পার্বত্য এলাকায়। ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে। দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
কলকাতা
১৪ ডিগ্রিতে নামল কলকাতায় পারদ। সকালে খুব হালকা কুয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। শুক্রবার পর্যন্ত মোটের ওপর একইরকম রাতের পারদ। দিনের পারদ বুধবার থেকে সামান্য বাড়তে পারে। ভোরে এবং রাতের দিকে শীতের আমেজ থাকবে। তবে বুধবারের পর দিনের বেলা আর শীতের পোশাকের প্রয়োজন হবে না।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ১৪.৮ থেকে নেমে ১৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৫ থেকে বেড়ে ২৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৮৭ শতাংশ।
ভিনরাজ্যে
ভারী বৃষ্টি তামিলনাডু পন্ডিচেরি করাই কালে। শীতল দিনের পরিস্থিতি হিমাচল প্রদেশ এবং রাজস্থানে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ে তার প্রভাব পড়বে। অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় রাজস্থান। হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশের বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশায় ঢাকা থাকবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)