বিজেপিতে গেলেই দেওয়া হচ্ছে ভুয়ো মামলা: মুকুল
এক্ষেত্রে নিজের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মুকুলের অভিযোগ, “বিজেপিতে যোগ দেওয়ার আগে আমার বিরুদ্ধে একটিও মামলা ছিল না। কিন্তু এখন আমার বিরুদ্ধে ২৯ টি মামলা রয়েছে। তার মধ্যে ধর্ষণ ও খুনের মামলাও রয়েছে।”
নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে যোগ দিলেই তাঁর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ দায়ের হচ্ছে থানায়। সাংবাদিক সম্মেলনে শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা মুকুল রায়।
সৌমিত্র খাঁর প্রসঙ্গ উত্থাপন করে মুকুল রায় বলেন, “৯ ফেব্রুয়ারি পর্যন্ত সৌমিত্র খাঁ তৃণমূলে ছিলেন। তখন তাঁর বিরুদ্ধে একটিও অভিযোগ ছিল না। ১০ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেন সৌমিত্র। তারপরই থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।”
আরও পড়ুন: লোকসভায় বিজেপির প্রার্থী নির্বাচনে বিজেপির রাজ্য নেতাদের কোনও ভূমিকা নেই: মুকুল
এক্ষেত্রে নিজের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মুকুলের অভিযোগ, “বিজেপিতে যোগ দেওয়ার আগে আমার বিরুদ্ধে একটিও মামলা ছিল না। কিন্তু এখন আমার বিরুদ্ধে ২৯ টি মামলা রয়েছে। তার মধ্যে ধর্ষণ ও খুনের মামলাও রয়েছে।”
শাসকের সন্ত্রাস না থামলে পশ্চিমবঙ্গে নির্বাচন নয়, কমিশনকে জানিয়ে এলেন মুকুল
প্রসঙ্গত, সোমবারই একটি মামলায় সাংসদ সৌমিত্র খাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন দিল্লি থেকে বাঁকুড়ায় ফেরেন তিনি। সৌমিত্র খাঁও অভিযোগ করেন, “আমি আইনকে সহযোগিতা করতে চাই। তৃণমূলের বিরুদ্ধে গেলেই মামলা হবে।” সৌমিত্র খাঁ বিজেপিতে যোদ দেওয়ার পরই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় যান তাঁর এক আত্মীয়। এছাড়াও সৌমিত্রর বিরুদ্ধে এই মুহূর্তে বাঁকুড়ার বিভিন্ন থানায়একাধিক মামলা রয়েছে বলে জানা গিয়েছে।