WB Weather Update:ঘাটতি পূরণ হবে অনেকটাই! তৈরি হচ্ছে নিম্নচাপ, সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
WB Weather Update: উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।
অয়ন ঘোষাল: বর্ষার মরসুমে সেইভাবে জাঁকিয়ে বৃষ্টি কোথায়? আকাশ কালো করে মেঘ এলেও ছিটেফোঁটা বৃষ্টিতেই শেষ। নিট ফল হল দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি অনেকটাই। তবে আলিপুর হাওয়া অফিসের খবর হল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টা পর এটি নিম্নচাপে পরিণত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- 'এসএসকেএমে'ই চিকিত্সা হবে HIV আক্রান্ত যুবকের', জানালেন সুপার!
আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের অনুমান উত্তর বঙ্গোপসাগরে ওই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এখন ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে হেলে রয়েছে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ওয়াইড স্প্রেইড রেইন। আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলী এবং ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সব জেলাতে। আগামিকাল শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।
শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)