Bengal BJP MP Meets Modi: শীঘ্রই বাংলায় ক্ষমতায় আসব, রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠকে কারণ ব্যাখ্যা করলেন মোদী

Bengal BJP MP Meets Modi: এবার লোকসভা নির্বাচনে বাংলায় গুরুত্ব দিয়ে প্রচার করেছিল বিজেপি। খোদ প্রধানমন্ত্রী রাজ্যের বেশ কয়েকটি জায়গায় সভা করেছিলেন। সন্দেশখালি ইস্যুকে সামনে রেখেও সভা করেছিলেন প্রধানমন্ত্রী

Updated By: Jul 29, 2024, 04:50 PM IST
Bengal BJP MP Meets Modi: শীঘ্রই বাংলায় ক্ষমতায় আসব, রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠকে কারণ ব্যাখ্যা করলেন মোদী

রাজীব চক্রবর্তী: বিরাট আশা জাগিয়েও শেষপর্যন্ত খারাপ ফল করেছে বিজেপি। লোকসভা ভোটে মাত্র ১২টি আসন পেয়েছে গেরুয়া শিবির। তিনটি এমন আসন রয়েছে যেগুলি খুব অল্প ব্যবধানে জিতেছে বিজেপি। হেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। স্বাভাবিকভাবেই কিছুটা আশাহত রাজ্য বিজেপি। তবে এমনটা মনে করছেন না প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর চক্রব্যূহে আটকে পড়েছে আমজনতা, কারা এর পেছনে, খোলসা করলেন রাহুল

সংসদের বাদল অধিবেশন উপলক্ষ্যে বর্তমানে দিল্লিতে রয়েছেন বিজেপি সাংসদরা। আজ তাঁরা দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানেই তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর বাংলার ফল নিয়ে আলোচন হয়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের বলেছেন, বাংলায় এবারের লোকসভা নির্বাচনের ফল বাংলার মানুষের রাজনৈতিক ইচ্ছের সামগ্রিক বহিঃপ্রকাশ নয়।
আমরা শীঘ্রই বাংলায় ক্ষমতায় আসব।

এবার লোকসভা নির্বাচনে বাংলায় গুরুত্ব দিয়ে প্রচার করেছিল বিজেপি। খোদ প্রধানমন্ত্রী রাজ্যের বেশ কয়েকটি জায়গায় সভা করেছিলেন। সন্দেশখালি ইস্যুকে সামনে রেখেও সভা করেছিলেন প্রধানমন্ত্রী। এছাড়াও আরামবাগ, পুরশুড়া-সহ একাধিক জায়গায় সভা করেন মোদী। কিন্তু তাতে যে খুব বেশি প্রভাব পড়েছে তা বলা যায় না। তৃণমূলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ থাকার পরও ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস।  এরকম এক অবস্থায় আগামী বিধানসভা ভোটের আগে বিজেপির পরিকল্পনা কী?

সূত্রের খবর, নরেন্দ্র মোদী বাংলার  বিজেপি সাংসদদের নির্দেশ দিয়েছেন, বাংলার উন্নয়নের জন্য এবং নিজেদের এলাকার কোনও উন্নয়নের পরিকল্পনা থাকলে প্রধানমন্ত্রীর দফতরে তা জমা দিন। বলেছেন, মানুষের মধ্যে বিশ্বাস আনতে হবে যে, মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ করতে পারবে একমাত্র বিজেপিই। বাংলার মানুষের স্বার্থে সব রকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.