মোদীর বৈঠক বয়কট করার ইঙ্গিত দিয়েছিলেন মমতা, 'মেসেজ ফাঁস' Dhankhar-এর
মঙ্গলবার রাতে ট্যুইট করে বিস্ফোরক দাবি করলেন রাজ্যপাল।
নিজস্ব প্রতিবেদন: ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক বয়কটের পরিকল্পনা নাকি আগেই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনই মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রাজ্যপালকে মেসেজ করে নাকি বয়কটের ইঙ্গিতই দিয়েছিলেন মমতা। মঙ্গলবার রাতে ট্যুইট করে বিস্ফোরক দাবি করলেন রাজ্যপাল।
ট্য়ুইটে রাজ্যপাল বলেছেন, মমতা নাকি জানিয়েছিলেন মোদীর সঙ্গে প্রশাসনিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকলে তিনি হাজির থাকবেন না। ''পুরো বিষয়টার যে ভুল ব্যখ্যা দেওয়া হচ্ছে তা নিয়েই জানাতে চাই, ২৭ মে রাত ১১.১৬ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় মেসেজ করে বলেছিলেন কথা বলতে পারি? ভীষণ জরুরি।''
Constrained by false narrative to put record straight: On May 27 at 2316 hrs CM @MamataOfficial messaged “may i talk? urgent”.
Thereafter on phone indicated boycott by her & officials of PM Review Meet #CycloneYaas if LOP @SuvenduWB attends it.
Ego prevailed over Public service
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 31, 2021
With unparalleled trampling of constitutional values & affront to the office of PM, May 28 will go down as ‘a dark day’ in India’s long-standing ethos of cooperative federalism.
At PM Review Meet #CycloneYaas democracy was shredded @MamataOfficial and Chief Secy @IASassociation.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 31, 2021
শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কেই নয়, আরও একটি ট্যুইটে প্রাক্তন মুখ্যসচিবের উদ্দেশে রাজ্যপাল বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ২৮ মে কালো দিন। অহংকার জিতল নাগরিক পরিষেবা হারল, এভাবে ট্যুইটে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল।