করোনা চিকিত্সার নামে প্রতারণা! নার্সিংহোমে অভিযান চালিয়ে তাজ্জব প্রশাসন

 নার্সিং হোমে নেই কোনও চিকিত্সক, প্রশিক্ষিত নার্স। তিনজন যুবক-যুবতী রোগীদের দেখভাল করছেন

Updated By: May 31, 2021, 11:12 PM IST
করোনা চিকিত্সার নামে প্রতারণা! নার্সিংহোমে অভিযান চালিয়ে তাজ্জব প্রশাসন

নিজস্ব প্রতিবেদন: করোনা রোগী বলে এক জনের চিকিত্সা করে বিপুল টাকার বিল করা অভিযোগ রোগীর পরিবারের। তদন্তে নেমে তাজ্জব প্রশাসনের আধিকারিকরা। ডাক্তার নেই, নার্স নেই। নার্সিং হোমের কাজ চালাচ্ছেন কয়েকজন যুবক-যুবতী। এদের কারও প্রশিক্ষণই নেই।

আরও পড়ুন-অবসর নিলেন আলাপন, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ Mamata-র  

সোমবার ঘাটালের(Ghatal) কুশপাতা এলাকায় ওই নার্সিং হোমে অভিযান চালান ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল, মহকুমার সহকারি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা দুর্গাপদ রাউতও-সহ অন্যান্য আধিকারিকরা। অভিযোগ ছিল করোনা রোগী(Covid Patient) বলে একজনের চিকিত্সা করিয়ে বিপুল টাকা বিল করেছে নার্সিং হোম কর্তৃপক্ষ।

আরও পড়ুন- ভারতে মেলা Covid প্রজাতিকে Delta ও Kappa নামে ডাকা হবে : WHO

পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাইচন্দ্র মণ্ডল জানান, নার্সিং হোমে থাকা লোকজনকে জেরা করতেই আধিকারিকরা জানতে পারেন, যে করোনা রোগীর কথা নার্সিং হোমের তরফে বলা হচ্ছে তার করোনা পজিটিভ রিপোর্টই নেই। নার্সিং হোমে নেই কোনও চিকিত্সক, প্রশিক্ষিত নার্স। তিনজন যুবক-যুবতী রোগীদের দেখভাল করছেন। এদের কারও প্রশিক্ষণ নেই। নার্সিং হোমের বেশকিছু নথি আটক করা হয়েছে। মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.