Bagda: হাসপাতালে বসেই চড়া দামে বাংলাদেশিদের জাল আধার, ভোটার ও জন্মশংসাপত্র দেওয়ার 'তাজ্জব' করা কারবার!
জাল জন্মশংসাপত্র দিতে ২ থেকে ৪ হাজার ও আধার কার্ড, ভোটার কার্ড দিতে ১০ থেকে ২০ হাজার টাকা নেওয়া হত। পুলিস তদন্তে নেমে একাধিক জাল নথি উদ্ধার করেছে|
মনোজ মণ্ডল: হাসপাতালকে ব্যবহার করে বাংলাদেশিদের জাল আধার, ভোটার ও জন্মশংসাপত্র তৈরি করে দেওয়ার অভিযোগ। ধৃত পাণ্ডাদের হেফাজতে নিয়ে শুরু তদন্ত। হাসপাতালে বসে রোগী কল্যাণ সমিতির অস্থায়ী এক কর্মীর বিরুদ্ধে জাল ভারতীয় পরিচয়পত্র, জন্মশংসাপত্র আধার কার্ড তৈরি ও বিক্রির অভিযোগ উঠল বাগদায় | ধৃত অসিত দাসকে পুলিস গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। তার সঙ্গে যুক্ত বাগদার সুমন কুমার ঘোষ নামে আরও একজনকেও গ্রেফতার করেছে পুলিস।
ধৃত অসিত বাগদা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন | তাঁর কাছে দৈনিক বহু মানুষ জন্মশংসাপত্র তৈরির প্রয়োজনে আসতেন। আসতেন বাংলাদেশিরাও। অভিযোগ, সেই সুযোগে বাগদা হাসপাতালে বসে কাজ করার সুযোগ নিয়ে হাসপাতালকে ব্যবহার করে ধৃত জাল জন্মশংসাপত্র, জাল আধার কার্ড, ভোটার কার্ড বাংলাদেশিদের কাছে চড়া দামে বিক্রি করতেন। অভিযোগ, জাল জন্মশংসাপত্র দিতে অভিযুক্ত অসিত ২ থেকে ৪ হাজার ও আধার কার্ড, ভোটার কার্ড দিতে ১০ থেকে ২০ হাজার টাকা নিতেন। পুলিস তদন্তে নেমে একাধিক জাল নথি উদ্ধার করেছে|
এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে| বিজেপির অভিযোগ, তৃণমূল নেতাদের মতেই বাগদায় চোরাপথে আসা বাংলাদেশিদের জাল আধার কার্ড, ভোটার কার্ড ও জন্মশংসাপত্র বানিয়ে দিতেন অভিযুক্ত। অনেক বড় চক্র রয়েছে এর সঙ্গে। শাসকদলের কারা যুক্ত আছেন তা তদন্ত করে দেখতে হবে প্রশাসনকে| তৃণমূলের বক্তব্য, হাসপাতালকে ব্যবহার করে বাংলাদেশি সহ একাধিক ব্যক্তিকে অভিযুক্ত বেআইনিভাবে জাল আধার, ভোটার, জন্ম শংসাপত্র তৈরি করে চড়া দামে বিক্রি করতেন। হাসপাতালে বসেই এই চক্র চালাতেন তিনি। আগে সিপিএমের মেম্বার ছিলেন। বর্তমানে সে বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত। পুলিস গ্রেফতার করেছে। আমরা চাই তার সঙ্গে যারা যারা যুক্ত আছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক।
ধৃতরা বর্তমানে পুলিসি হেফাজতে রয়েছে। পুলিস জানিয়েছে, তাদের বাড়ি বাগদার বারাণসীপুর এবং উত্তর কুলবেরিয়া এলাকায়| বাগদা বাজার এলাকায় দুজনের দুটি অনলাইন সাইবার ক্যাফে আছে। সেখানে বসেই তারা এই কারবার চালাত মোটা টাকার বিনিময়ে।ভুয়ো ভারতীয় পরিচয়পত্র সহ একাধিক ভুয়ো প্রমাণপত্র বিক্রি করত | ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৬ দিনের পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)