জল বাড়ছে মহানন্দা, গঙ্গা, ফুলহার নদীর! নতুন করে প্লাবনের আশঙ্কা মালদায়
Updated By: Aug 17, 2017, 08:39 AM IST
ওয়েব ডেস্ক: মালদায় নদীগুলির জল বাড়ছে। ফলে নতুন করে প্লাবন একাধিক এলাকায়। ইংরেজবাজার পুরসভায় মহানন্দার বাঁধ ভেঙে প্লাবিত ২১ নম্বর ওয়ার্ড। শহরের নিচু এলাকাগুলিতে জল রয়েছে। মহানন্দা, গঙ্গা, ফুলহার নদীতে জল বেড়েছে। নতুন করে প্লাবিত মানিকচকের গোপালপুর এলাকা। কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চানন্দপুর এলাকাতেও প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি মাগুরাইয়ে নদী মহানন্দা নদীর বাঁধ ভেঙেছে। এখনও পর্যন্ত সরকারি হিসেব, নতুন করে প্লাবনের ফলে জেলার চার লক্ষের কাছাকাছি মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। এলাকাগুলি অত্যন্ত দুর্গম হওয়ায় এখনও পর্যন্ত ত্রাণ পৌছনো সম্ভব হয়নি। উদ্ধারকাজও চলছে ধীর গতিতে। পর্যাপ্ত নৌকা এবং স্পিড বোট নেই। ফেল এলাকাগুলিতে পৌছতে সমস্যার মুখে পড়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরাও।