ফণি থেকে বাঁচতে নামখানার স্লাইকোন শেল্টারে আশ্রয় নিয়েছেন ৭০০ গ্রামবাসী

নামখানার পাতিগনিয়া থেকে মাত্র ১ কিলোমিটার দূরেই বঙ্গোপসাগর। ক্ষয়ক্ষতির আশঙ্কায় কার্যত জবুথবু গ্রামবাসীরা। 

Updated By: May 3, 2019, 11:32 AM IST
ফণি থেকে বাঁচতে নামখানার স্লাইকোন শেল্টারে আশ্রয় নিয়েছেন ৭০০ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদন: ক্রমশ শক্তিশালী হচ্ছে ফণি। আশঙ্কায় প্রহর গুনছেন নামখানার মানুষজন। নামখানার পাতিগনিয়া থেকে মাত্র ১ কিলোমিটার দূরেই বঙ্গোপসাগর। কাজেই ক্ষয়ক্ষতির আশঙ্কায় কার্যত জবুথবু গ্রামবাসীরা। রাজ্য প্রশাসনের তরফে গ্রামবাসীদের জন্য নিরাপত্তার সমস্ত ব্যবস্থা নেওয়া হলেও রীতিমতো আতঙ্কিত তাঁরা। ইতিমধ্যেই স্লাইক্লোন সেল্টারে নিয়ে যাওয়া হয়েছে ৬০০ থেকে ৭০০ গ্রামবাসীকে। স্লাইকোন সেল্টারে নিরাপত্তা দেওয়া হয়েছে গবাদি পশুদেরও। রয়েছে মেডিক্যাল টিমও।

আরও পড়ুন: ফণির জেরে বৃষ্টি শুরু হল কলকাতায়, দুর্ভোগে অফিসযাত্রীরা

এখনও পর্যন্ত এই এলাকায় ফণি না ঢুকলেই গত কয়েকঘণ্টা ধরেই বৃষ্টিতে বিপর্যস্ত তাঁরা। ইতিমধ্যেই বহু মানুষের ঘরবাড়ি ঝড়ের কবলে। উল্লেখ্য, আয়লার পরেই তৈরি হয়েছিল এই সেল্টার। বাসিন্দারা জানাচ্ছেন নদীর বাঁধ পাকাপোক্ত না হওয়ার কারণেই বারংবার বিপদের মুখে পড়তে হয় তাঁদের। যা নিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করেছেন প্রত্যেকেই। সেচ দফতরের দিকে আঙুল তুলছে স্থানীয় বাসিন্দারা।

গ্রামবাসীদের অভিযোগ নদীবাঁধ না সারানোর কারণেই প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন তাঁরাই। 

Tags:
.