গোলাপের দামে ছ্যাঁকা হৃদয়ে, তবু ভালবাসার সপ্তাহে তুঙ্গে চাহিদা

এরপর পর্যায়ক্রমে চলবে বিশেষ দিনের উদযাপন। আপাতত রোজ ডে চলে গিয়েছে, তবুও ফুল কিন্তু প্রতিদিনের সঙ্গী হতেই পারে।

Updated By: Feb 9, 2020, 12:28 PM IST
গোলাপের দামে ছ্যাঁকা হৃদয়ে, তবু ভালবাসার সপ্তাহে তুঙ্গে চাহিদা

নিজস্ব প্রতিবেদন: শহর জুড়ে যেন প্রেমের মরসুম...চলছে ভালবাসার সপ্তাহ। জেন ওয়াইদের কাছে কাছে এই সপ্তাহে প্রতিদিনই স্পেশাল, বাদ যাচ্ছেন না জেন এক্সও। রোজ ডে থেকে শুরু হয়েছে ভালবাসার সপ্তাহ। এরপর পর্যায়ক্রমে চলবে বিশেষ দিনের উদযাপন। আপাতত রোজ ডে চলে গিয়েছে, তবুও ফুল কিন্তু প্রতিদিনের সঙ্গী হতেই পারে। বিশেষ করে লাল গোলাপ। লাল গোলাপ যে ভালবাসার প্রতীক। 

আরও পড়ুন: শিয়ালদহ মেন শাখায় বাতিল শতাধিক ট্রেন, টানা ৮ দিন ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

তবে জানেন কি, বাংলার গোলাপের সুবাস এখন ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে! হ্যাঁ, নদিয়ার ধানতলা থেকে বিদেশে যাচ্ছে লাল গোলাপ। বাগানেই যার দাম পাঁচশো থেকে সাতশো টাকা।  যত দিন যাচ্ছে চড় চড় করে বাড়ছে গোলাপের দাম।   নদিয়ার রানাঘাট দুনম্বর ব্লকের ধানতলা ,আড়ংঘাটা, দত্তপুলিয়া সহ আশেপাশের এলাকায় বিঘার পর বিঘা জমিতে  গোলাপ ফুলের চাষ হয়।  এই সমস্ত অঞ্চলের সিংহভাগ  মানুষ এই ফুল ব্যবসার সঙ্গে যুক্ত। একে তো ভালবাসার সপ্তাহ চলছে, তার মধ্যে মাঘ, ফাল্গুন পুরোটাই বিয়ের মরসুম। এই দু-তিন মাসেই লাভের মুখ দেখেন গোলাপ চাষীরা। 

.